পর্যটন ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত-ভুটান! খুব শীঘ্রই চালু হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে রেল পরিষেবা

Published : Sep 30, 2025, 07:07 AM IST

India Bhutan Train Service: উৎসবের মরশুমে পর্যটন পরিষেবায় আরও জোর কেন্দ্র সরকারের। এবার রেলপথে আরও কাছাকাছি ভারত-ভুটান। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে ছুটবে ট্রেন। কবে থেকে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভারত-ভুটান রেল পরিষেবা

ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করতে কাছাকাছি ভারত। এবার রেলপথে জুড়ছে ভারত-ভুটান। প্রতিবেশী এই দেশের সঙ্গে আন্তর্জাতিক রেলপথে জুড়ে যাওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। ফলে আরও কাছাকাছি ভারত ও ভুটান। নতুন এই রেলপরিষেবা চালু হলে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে ভারতের এই প্রতিবেশী দেশে। 

25
কোন কোন রুটে চালু হচ্ছে ট্রেন

কেন্দ্র সরকার সূত্রে খবর, ভারত ও ভুটানের মধ্যে রেল পরিষেবা চালু হচ্ছে মোট দুটি রুটে। এর মধ্যে একটি হল পশ্চিমবঙ্গের বানারহাট। এখান থেকে ট্রেন ছেড়ে ভুটানের সামৎসে পর্যন্ত যাবে। এবং অন্যটি অসমের কোকরাঝড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত যাত্রী পরিষেবা দেবে। 

35
কত কিমি রেলপথে জুড়ছে ভারত-ভুটান

ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর, ভারত ও ভুটানের মধ্যে মোট ৮৯ কিলোমিটার আন্তর্জাতিক রেলপথে জুড়ছে এই দুই দেশ। যারফলে এবার থেকে সড়ক পথের পাশাপাশি রেলপথেও খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে রাজাদের দেশে। ফলে পর্যটন পরিষেবাতেও বাড়বে জনপ্রিয়তা। 

45
কবে থেকে মিলবে পরিষেবা

রেল মন্ত্রক সূত্রে খবর, ভারত ও ভুটানের মধ্যে প্রস্তাবিত এই দুটি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৪০৩৩ কোটি টাকা। বাংলা ও ভুটানের এই রেলপথ নির্মাণের কাজ আগামী ৩ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বানারহাট থেকে সামৎসে পর্যন্ত রেলপথে থাকবে দু’টি স্টেশন। একটি বড় ও ২৪টি ছোট উড়ালপুল, ৩৭টি ভূগর্ভপথ। অন্যদিকে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর-এর মধ্যে ৬টি স্টেশন থাকবে। এই পথে দুটি উচ্চ সেতু, ২৯টি বড়, ৬৫টি ছোট সেতু এবং একটি উড়ালপুল থাকছে। এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৪ বছর। ফলে আগামী চার বছরের মধ্যে রেলপথে জুড়ছে ভারত-ভুটান। 

55
কত টাকা খরচ করছে কেন্দ্র

ভারত ও ভুটান এই দুই দেশের মধ্যে প্রস্তাবিত রেল প্রকল্পের কাজে কেন্দ্রের মোট খরচ হচ্ছে ৪০৩৩ কোটি টাকা। জানা গিয়েছে, গত বছর ভুটান সফরে গিয়ে ভারত ও ভুটানের মধ্যে এই দীর্ঘ আন্তর্জাতিক রেলপথ তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারত সফরে এসে মোদীর এই ঘোষণায় পাকাপাকি ভাবে সিলমোহর দিলেন ভুটানের বিদেশ সচিব। ফলে খুব শীঘ্রই দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ছে ভারত-ভুটান দুই প্রতিবেশী দেশ। 

Read more Photos on
click me!

Recommended Stories