হটস্প্রিং দেপসামে কাটবে জটিলতা, ১৫ তম বৈঠকের দিকে তাকিয়ে ভারত চিন

এখন পর্যন্ত আলোচনার ফলে প্যাংগং সো (লেক), গালওয়ান সমস্যার সমাধান হয়েছে। তবে চলতি বছরের ১২ জানুয়ারি অনুষ্ঠিত ১৪তম দফা আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয়নি।

সীমান্ত সমস্যার সমাধানে (attempt to resolve border issues) ফের বৈঠকে ভারত (India) ও চিন (China)। ১৫ তম কর্পস কমান্ডার স্তরের বৈঠকের (15th round of border talks) দিকে তাকিয়ে দুই দেশই। কারণ ১৪ নম্বর বৈঠকে কিছুটা সমাধানের পথ মিলেছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্ত (North and South Bank of Pangong Tso), গালওয়ান ভ্যালি (Galwan) ও গোগরা হট স্প্রিং এলাকা (Gogra Hot Spring areas) নিয়ে জটিলতা কিছুটা কমেছে। 

জানা গিয়েছে ভারত ও চিন লাদাখের চুশুল মলডো মিটিং পয়েন্টে আলোচনা করবে। দুই এশিয়ান জায়ান্ট পূর্ব লাদাখের অবশিষ্ট সংঘর্ষপূর্ণ এলাকায় ২২ মাসের অচলাবস্থার অবসান ঘটাতে এই বৈঠক করছে। এবারের বৈঠকের ইস্যুগুলি হল হট স্প্রিংয়ের ১৫ নম্বর পেট্রলিং পয়েন্ট, দেপসাং ও দেমচকের অচলাবস্থা কাটানো। 

Latest Videos

এখনও পূর্ব লাদাখের এলাকাগুলির সাথে সম্পর্কিত সমস্যার সমাধান হয়নি। হটস্প্রিংয় সংলগ্ন ১৫ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে চিনা সেনাদের সরিয়ে দেওয়া যায়নি। সম্প্রতি কাংকা লা-র কাছে গোগরা হটস্প্রিং এলাকায় রীতিমত ঘাঁটি তৈরি করে অবস্থান করেছে চিনা সেনা। 

সেখান থেকে চিনের পিপিলস লিবারেশন আর্মির সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া অন্যতম ইস্যু ছিল ভারতের কাছে। একই সঙ্গে দৌলতবেগ-ওল্ডি সেক্টরের ডোপসাং বুলেজ ও চার্ডিং নল্লায় ভারতীয় সেনাদের টহলের অধিকার পাওয়া। এই সব ইস্যুকে সামনে রেখে ১১ই মার্চ বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। শুক্রবার ভারত ও চিন উচ্চ-স্তরের সামরিক আলোচনার ১৫ তম দফা অনুষ্ঠিত হবে। 

উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর যুদ্ধবিমান সহ প্রায় পঞ্চাশ হাজার সেনা এবং ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। ভারতীয় পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত, যিনি এখন XIV কর্পসের নেতৃত্ব দিচ্ছেন। XIV কর্পস লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা সুরক্ষার দায়িত্বে রয়েছে। কোর কমান্ডারদের মধ্যে ১৪ তম দফা আলোচনা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু কোন অগ্রগতি হতে পারেনি।

গত বছর ভারত চিন সংঘর্ষের পর এই এলাকায় সামরিক উত্তাপ এখনও কমেনি। প্যাংগং লেক এবং গোগরা হাইটসের অচলাবস্থাও আলোচনায় ছিল। ভারত ডিবিও এলাকা এবং সিএনএন জংশন এলাকার রেজোলিউশনেরও দাবি করে আসছে যা গত বছরের এপ্রিল-মে সময়সীমার আগে ছিল। 

উভয় পক্ষই ভারী অস্ত্রশস্ত্রসহ এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। পরিকাঠামো নির্মাণও শুরু করেছে দুই দেশ। চিন LAC-এর খুব কাছে সেনাদের জন্য বাঙ্কার তৈরি করে লাদাখের উল্টো দিকের এলাকায় গতিবিধি সক্রিয় করেছে। ভারতও সেনাদের জন্য রাস্তা ও বাঙ্কার নির্মাণের ব্যবস্থা করে রেখেছে। মনে করা হচ্ছে এই ব্যবস্থায় দুলক্ষ সেনা প্রচন্ড শীতেও সেখানে থাকতে পারবে। 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today