চাপের মুখে নতি স্বীকার করল চিন, ভারতের কোভিড ভ্যাকসিনকে 'বিশ্বাসযোগ্য' বলল ড্রাগনরা

Published : Jan 10, 2021, 11:24 PM ISTUpdated : Jan 10, 2021, 11:26 PM IST
চাপের মুখে নতি স্বীকার করল চিন, ভারতের কোভিড ভ্যাকসিনকে 'বিশ্বাসযোগ্য' বলল ড্রাগনরা

সংক্ষিপ্ত

ভ্য়াকসিনের প্রশংসায় পঞ্চমুখ চিন ভারতের তৈরি করোনা ভ্য়াকসিন চিনের প্রশংসা আন্তার্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ চিনের মুখপত্র ভারতের প্রশংসা

ভারতে দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরিতে কূটনৈতিক স্তরে বড়সড় সাফল্য ফেল পারত। লাদাখ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের ভ্য়াকসিনের প্রশংসায় পঞ্চমুখ হল চিন। চিনের মুখপত্র গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী ভারতের ভ্যাকসিন বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে তাঁরা।

আরও পড়ুন-বিজেপির কর্মসূচিতে তৃণমূলের 'হামলা', মারধরের জেরে 'মাথা ফাটল' এক কর্মীর

চিনের মুখপত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বিশেষজ্ঞরা প্রতিক্রিয়ায় আরও জানিয়েছেন, চিনের তুলনায় ভারতের তৈরি ভ্যাকসিন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জায়গা নিয়েছে। বিশ্বজুড়ে এর বিশ্বাসযোগ্যতা রয়েছে। চিনের জিয়াং চুনলাইয়ের জিলিন বিশ্ববিদ্য়ালয়ের জীবন বিজ্ঞান বিভাগ ভারত বায়োটেক পরিদর্শনের পর এমনই রিপোর্ট দিয়েছে। 

আরও পড়ুন-Bangla News West Bengal Elections নন্দীগ্রামের পর শুভেন্দুর সভা ঘিরে ফের বিশৃঙ্খলা, পুরুলিয়ায় পতাকা

শুধু তাই নয়, গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থা হল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। হু-এর পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগও ভারতের এই গবেষণার প্রশংসা করেছে। পাশ্চাত্য দেশগুলিতে ভারতের এই কোভিড ভ্য়াকসিন রপ্তানির উপরও জোর দেওয়া উচিত বলে মনে করছে চিন। আগামী ১৬ জানুয়ারি দেশের বিভিন্ন জায়গায় প্রথম পর্যায়ের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হবে। সেক্ষেত্রে কো-মর্বিরিটির বিষয়ে খতিয়ে দেখছে ভারতীয় প্রস্তুতকারী সংস্থা।

PREV
click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
Rafale Deal: আগের চেয়ে আরও উন্নত রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, সামনের মাসেই চুক্তি?