দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, এবার করোনার উৎসস্থল উহানকে একাই ছুঁয়ে ফেলতে চলল মুম্বই

  • দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ১০ হাজারের কাছাকাছি
  • গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হল ৩৩১ জনের
  • গতকালই আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেছে একা মহারাষ্ট্র
  • দেশের প্রথম মেট্রো শহর হিসাবে মুম্বইতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল


নিয়মের পরিবর্তন হল না। প্রতিদিনই দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিলল ৯,৯৮৩, মঙ্গলবার সেই রেকর্ড ফের ভাঙল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৯,৯৮৭ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। 

 

Latest Videos

আক্রান্তের সংখ্যা দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। ফলে দেশে বর্তমানে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা ৭,৪৬৬ তে পৌঁছে গিয়েছে।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। ফলে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ভারতে ১ লক্ষ ২৯ হাজার ৯১৭। বর্তমানে করোনা আক্রান্ত দেশের তালিকায় ৫ নম্বরে রয়েছে ভারত। আগে কেবল রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন।

অ্যাসিম্পটম্যাটিকদের থেকে করোনা ছড়ানোর নজির বিরল, সুর পাল্টে এবার দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইউরোপ ছাড়া বাকি বিশ্বের পরিস্থিতি উদ্বেগের, এবার করোনার মূল কেন্দ্র হচ্ছে দক্ষিণ এশিয়া

মহামারীর বিশ্বে আরও কাছাকাছি হাসিনা-জিনপিং, বাংলাদেশকে করোনা মুক্ত করতে চিকিৎসক দল পাঠাল চিন

দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। সোমবারই আক্রান্তের সংখ্যা চিনকে ছাড়িয়ে গিয়েছে একা মহারাষ্ট্র। বর্তমানে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজারের বেশি। করোনা মহারাষ্ট্রে প্রাণ কেড়েছে ৩,১৬৯ জনের।  মারাঠা প্রদেশে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এখন সক্রিয় কেস রয়েছে ৪০,৯৭৫।

করোনা আক্রান্ত রাজ্য হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। করোনা প্রাণ কেড়েছে ২৮৬ জনের। দেশের রাজধানী দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা এবার ৩০ হাজার ছুঁতে চলল। করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ৮৭৪ জন দিল্লিবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১,২৮০ জনের।

এদিকে দেশের প্রথম মেট্রো শহর হিসাবে মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বাণিজ্য নগরীতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছে ১,৩১১ জন। কোভিড ১৯  সংক্রমমের সংখ্যা এবার করোনার উৎসস্থল চিনের উহান নগরীকে ছাড়িয়ে যেতে চলেছে দেশের বাণিজ্য রাজধানী। উহানে এখনও পর্যন্ত ৫০,৩৪০ করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মুম্বইতে এখনই আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫০ হাজার ৮৫ তে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury