নতুন সংক্রমণের দ্বিগুণ কোভিড মুক্ত, করোনা নিম্নমুখী হলেও উদ্বেগে রেখেছে নতুন স্ট্রেন

ভারতে করোনা সংক্রমণের হার নিম্নমুখীই

নতুন আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যাটা প্রায় দ্বিগুণ

তবে উদ্বেগ রয়েছে ৩৮ জন ব্রিটেন থেকে আগত করোনা পজিটিভকে নিয়ে

করোনার নতুন রূপান্তররের জন্যই আবার লকডাউনের পথে ইংল্যান্ড

 

গত ২৪ ঘন্টায় ভারতে ১৬,৩৭৫ টি নতুন কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে। আর এই সময়কালে, কোভিড জনিত কারণে মৃত্য়ু হয়েছে ২০১ জনের। সব মিলিয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ভারতের মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১.০৩ কোটিতে (১,০৩,৫৬,৮৪৪)। আর মোট মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষে পৌঁছেছে (১,৪৯,৮৫০), বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত একদিনে প্রায় ২৯,০০০ মানুষ সংক্রমণের মুক্ত হয়েছেন। অর্থাৎ নতুন আক্রান্তের সংখ্যার থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যাটা দ্বিগুণ। চিকিৎসাধীন রোগীর সংখ্যার নিম্নগতিও অব্যাহত রয়েছে। বর্তমানে ভারতে চিকিত্সাধীন রোগীর সংখ্যা ২.৩১ লক্ষ। এর মধ্যে ৩৮ জনের দেহে করোনার ব্রিটেন থেকে পাওয়া নতুন রূপান্তর - বি ১.১.৭ রয়েছে। তাঁদের মধ্যে ১০ জন এরমধ্যে কর্ণাটকের, ৩ জন অন্ধ্রপ্রদেশের, ৫ জন মহারাষ্ট্রের, ১৯ জন দিল্লির, এবং ১ জন পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

Latest Videos

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে প্রায় ৩৩,০০০ যাত্রী যুক্তরাজ্য থেকে বিভিন্ন ভারতীয় বিমানবন্দরে অবতরণ করেছিলেন। এই সমস্ত যাত্রীদের সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে খুঁজে বের করে তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। ভারতে এই মুহূর্তে সার্বিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নমুখি হলেও, যুক্তরাজ্যে এই নতুন স্ট্রেনের জন্যই অনুতন করে ,সম্পূর্ণ লকডাউন জারি করতে হচ্ছে। তাই এই রূপান্তরিত করোনায় আক্রান্তদের সনাক্তকরণ অত্যন্ত জরুরি। ভারতে আপাতত এই নতুন রূপান্তরিত ভাইরাসে আক্রান্তদের প্রত্যেককে একেবারে আলাদা আলাদা কক্ষে বিচ্ছিন্ন করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata