Viral Video: ২৩ বছরের ভারতীয় ছাত্রীর মৃত্যু দেখে হাসছেন পুলিশকর্মী, আমেরিকার নির্মম ভিডিও দেখে রাগে ফেটে পড়ছে ভারত

শুধু হাসিই নয়, মৃত ভারতীয় ছাত্রীকে দেখে ‘সস্তা’ বলে উল্লেখ করেছেন ওই আমেরিকান পুলিশকর্মী। ঘটনার চূড়ান্ত নিন্দা করে অবিলম্বে তদন্ত দাবি করেছে ভারতীয় দূতাবাস।

আমেরিকার সিয়াটল পুলিশের একজন ঊর্ধ্বতন আধিকারিকদের চূড়ান্ত অমানবিকতার ছবি প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একজন পুলিশ অফিসার হয়ে এক ব্যক্তি পুলিশের গাড়ির ধাক্কায় মারা যাওয়া এক ভারতীয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যু দেখে হাসছেন ওই পুলিশকর্মী। শুধু হাসিই নয়, মৃত ভারতীয় ছাত্রীকে দেখে ‘সস্তা’ বলে উল্লেখ করছেন তিনি। প্রচণ্ড বিরক্তিকর এই ঘটনার চূড়ান্ত নিন্দা করে অবিলম্বে তদন্ত দাবি করেছে ভারতীয় দূতাবাস।

উচ্চ শিক্ষার জন্য নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সিয়াটল ক্যাম্পাসে পড়াশোনা করছিলেন অন্ধ্র প্রদেশের বাসিন্দা মাত্র ২৩ বছর বয়সি জাহ্নবী খাণ্ডুলা। সিয়াটলে রাস্তা পার হওয়ার সময় তাঁকে ধাক্কা মেরে দেয় সিয়াটেল পুলিশের একটি গাড়ি (Seattle Police), যেটা প্রায় ১২০ কিলোমিটার বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল, গাড়িটি চালাচ্ছিলেন অফিসার কেভিন ডেভ। মারাত্মকভাবে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান জাহ্নবী। চলতি বছরের জানুয়ারী মাসে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনার সময়েই আমেরিকার পুলিশের চূড়ান্ত অমানবিকতা দেখা যায়, যে ভিডিও সেপ্টেম্বর মাস নাগাদ ভারতীয় দূতাবাসের হাতে এসে পৌঁছেছে।

ভিডিওটি চলতি সপ্তাহের সিয়াটল পুলিশ বিভাগের দ্বারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে,  জাহ্নবী খাণ্ডুলার দুর্ঘটনার বিষয়ে আলোচনা করার সময় অন্য আরেকজন পুলিশ কর্মকর্তা রীতিমতো হাসি-ঠাট্টা করছেন। সিয়াটল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডারারকে বলতে শোনা গেছে, ‘ও মরে গেছে’, তারপর শোনা যায় হাসির শব্দ। তারপর ভারতীয় ছাত্রীকে ‘সস্তার লোক’ বলে উল্লেখ করেন পুলিশকর্মী ড্যানিয়েল অডারার। 

গাড়ির চালকের আসনে বসে তিনি জাহ্নবীর মৃত্যু নিয়ে হাসতেই থাকেন, আর সহযোগী অফিসারকে পরামর্শ দেন, ‘হ্যাঁ, শুধু একটা চেক লিখুন। এগারো হাজার ডলার।’ তারপর ২৩ বছর বয়সি জাহ্নবীকে ‘২৬ বছর বয়সি’ বলে উল্লেখ করে তিনি বলেন, "ও মোটামুটি ২৬ বছর বয়সী ছিল। ওর দাম একেবারেই কম।"


সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাস জাহ্নবী খাণ্ডুলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যুর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই মামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সিয়াটল এবং ওয়াশিংটন রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াশিংটন ডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি দৃঢ় অবস্থান নিয়েছি, এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।”
 


আরও পড়ুন- 
অনন্তনাগ জেলার কোকরনাগে দল বেঁধে লুকিয়েছিল জঙ্গিরা, জম্মু-কাশ্মীরের ব্যাপক গুলির লড়াইয়ে শহিদ বীরদের শেষ শ্রদ্ধাজ্ঞাপন
Lakshmi Puja: শুক্রবার রাতে করুন গোপন প্রতিকার, মা লক্ষ্মীর কৃপায় কোনওদিন হবে না অর্থের অভাব
Viral Video: ভিন গ্রহের প্রাণীরা এবার কি সরাসরি এসে নামল ভারতের মাটিতে? চেন্নাইয়ের ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা!

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News