ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে শিশুমৃত্যু হার, প্রধানমন্ত্রীকে টুইটে শুভেচ্ছা জানালেন মনসুখ মান্ডাভিয়া

Published : Sep 25, 2022, 12:13 AM IST
ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে শিশুমৃত্যু হার, প্রধানমন্ত্রীকে টুইটে শুভেচ্ছা জানালেন মনসুখ মান্ডাভিয়া

সংক্ষিপ্ত

সামপেল রেজিস্ট্রেশন সিস্টেম বা (এসআরএস)-এর তথ্য অনুযায়ী উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে শিশু মৃত্যু হার। IMR, U5MR ও NMR-এ উল্লেখযোগ্য হ্রাসের সাক্ষী থাকল ভারত।

শিশুমৃত্যু হার নিয়ন্ত্রণে মাইলস্টোন ভারতের। সামপেল রেজিস্ট্রেশন সিস্টেম বা (এসআরএস)-এর তথ্য অনুযায়ী উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে শিশু মৃত্যু হার। IMR, U5MR ও NMR-এ উল্লেখযোগ্য হ্রাসের সাক্ষী থাকল ভারত। 
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "শিশুমৃত্যু হার হ্রাসে গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্প ও আমাদের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলই আমরা পেলাম।" 

তথ্য অনুযায়ী পাঁচ বছরের মধ্যে শিশু মৃত্যু হার বা (U5MR) ৮.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালে প্রতি ১০০০ জনে শিশু মৃত্যু সংখ্যা ৩২। যা ২০১৯ সালেও প্রতি ১০০০ জনে ৩৫ ছিল। 

সদ্যজাত শিশু মৃত্যু হার ২ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালে প্রতি ১০০০ জনের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ২৮, যা ২০১৯ সালেও যা ছিল প্রতি ১০০০ জনে ৩০ জন। 
 

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট