ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে শিশুমৃত্যু হার, প্রধানমন্ত্রীকে টুইটে শুভেচ্ছা জানালেন মনসুখ মান্ডাভিয়া

সামপেল রেজিস্ট্রেশন সিস্টেম বা (এসআরএস)-এর তথ্য অনুযায়ী উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে শিশু মৃত্যু হার। IMR, U5MR ও NMR-এ উল্লেখযোগ্য হ্রাসের সাক্ষী থাকল ভারত।

শিশুমৃত্যু হার নিয়ন্ত্রণে মাইলস্টোন ভারতের। সামপেল রেজিস্ট্রেশন সিস্টেম বা (এসআরএস)-এর তথ্য অনুযায়ী উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে শিশু মৃত্যু হার। IMR, U5MR ও NMR-এ উল্লেখযোগ্য হ্রাসের সাক্ষী থাকল ভারত। 
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "শিশুমৃত্যু হার হ্রাসে গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্প ও আমাদের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলই আমরা পেলাম।" 

তথ্য অনুযায়ী পাঁচ বছরের মধ্যে শিশু মৃত্যু হার বা (U5MR) ৮.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালে প্রতি ১০০০ জনে শিশু মৃত্যু সংখ্যা ৩২। যা ২০১৯ সালেও প্রতি ১০০০ জনে ৩৫ ছিল। 

Latest Videos

সদ্যজাত শিশু মৃত্যু হার ২ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালে প্রতি ১০০০ জনের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ২৮, যা ২০১৯ সালেও যা ছিল প্রতি ১০০০ জনে ৩০ জন। 
 

Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়
'অনেক মার খেয়েছি এবার বদল চাই দাদা' BJP মহিলা কর্মীর আর্তি শুভেন্দুকে | Suvendu Adhikari Baruipur