টানা ৫ দিন দৈনিক আক্রান্ত ৫০ হাজারের বেশি, দেশে ২ কোটি ছাড়াল নমুনা পরীক্ষা

  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ছাড়াল
  • গত ২৪ ঘণ্টায় আক্রান্ত  হলেন ৫২,৭৯২ জন
  • দেশে মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে
  • তবে সুস্থতার হার বেড়ে ৬৫.৭৬ শতাংশ হয়েছে

Asianet News Bangla | Published : Aug 3, 2020 4:59 AM IST / Updated: Aug 03 2020, 10:33 AM IST

১৮ লক্ষ ছাড়িয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি টানা ৫ দিন দৈনিক সংক্রমণ থাকাল  ৫০ হাজারের উপরে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫২,৭৯২ জন। ফলে দেশে মোট আক্রান্ত পৌঁছেছে ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬তে। 

 

 

গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭৭১ জনে। ফলে মোট কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮,১৩৫। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। ফলে দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.৭৬ শতাংশ। 

আরও পড়ুন: ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটক কিনে নিতে চাইছে মাইক্রোসফট, চুক্তি হলে ভারতেও ফেরার সম্ভাবনা

আরও পড়ুন: আগামী বছরগুলিতে ৫০ শতাংশ বেশি বন্যার ভয়াবহতা দেখবে উপকূলীয় এলাকা, আশঙ্কার মেঘ নতুন গবেষণায়

এদিকে আইসিএমআর জানাচ্ছে দেশে ইতিমধ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। বর্তমানে সংখ্যাটা হল ২ কোটি ২ লক্ষ ২ হাজার ৮৫৮। রবিবার দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ২৭। 

 

 

রবিবারই  করোনা আক্রান্ত হয়েছেন দেশের স্বরাষশষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পারও। বিশ্বের ক্রম তালিকায় করোনা আক্রান্ত দেশ হিসাবে তিন নম্বরে রয়েছে ভারত। আর মৃতের সংখ্যার তালিকায় ৫ নম্বরে উঠে এসেছে আমাদের দেশ। এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লক্ষ ৮৮ হাজারের বেশি। 

Share this article
click me!