এই দিনেই পুরুদ্ধার করেছিল টাইগার হিল, বীরত্বের কাহিনী স্মরণ ভারতীয় সেনার

Published : Jul 04, 2021, 03:53 PM IST
এই দিনেই পুরুদ্ধার করেছিল টাইগার হিল, বীরত্বের কাহিনী স্মরণ ভারতীয় সেনার

সংক্ষিপ্ত

১৯৯৯ সালের ৪ জুলাই টাইগার হিল পুনরুদ্ধার হয়েছিল টাইগার হিলে ফের তেরঙ্গা উড়িয়েছিল ভারতীয় সেনা ২৬ জুলাই সব জায়গা পুনরুদ্ধার করে তারা  পিছু হটে পাকিস্তান সেনা 

৪ জুলাই ১৯৯৯। টাইগার হিলে ফের তেরঙ্গা উড়িয়েছিল ভারতীয় সেনা। এরপর ২৬ জুলাই সব জায়গা পুনরুদ্ধার করতে সমর্থ হয় তারা। পিছু হটে পাকিস্তান সেনা। অবসান হয় টানা দু'মাস যুদ্ধের। সেনার সেই বীরত্বের কাহিনীর স্মরণে প্রতি বছর পালিত হয় কার্গিল বিজয় দিবস। এই দিনটি হল ভারতের গর্বের প্রতীক।  

আরও পড়ুন- রাফায়েল চুক্তিতে জড়িয়ে রহস্যময় ব্যক্তি, এবিষয়ে জানত মোদী সরকার, ফ্রান্সের তদন্তে অস্বস্তিতে বিজেপি

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার ওই লড়াইয়ের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। প্রায় ৬০০ বীর সেনা জওয়ানের আত্মত্যাগের মাধ্যমে এই জয় এসেছিল। 

আরও পড়ুন- "অহংবোধ ছেড়ে সাধারণের দুর্দশার কথা ভাবুন", পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদীকে আক্রমণ ফিরহাদের

প্রায় ৬০ দিন ধরে এই যুদ্ধ চলেছিল। ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতীয় ও পাকিস্তান সেনার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। ভারতীয় সেনাকে সাহায্য করেছিল বায়ু সেনাও। 

 

 

আজ টুইট করে সেই বীরত্বের কাহিনী স্মরণ করেছে  ভারতীয় সেনা। বীর জওয়ানদের ছবি দিয়ে লেখা হয়েছে-'অবশেষে আমরা টাইগার হিল দখল করলাম।' এই জয় বছরের পর বছর অনুপ্রেরণা জোগাবে বলেও টুইটেও উল্লেখ করা হয়েছে।

 

 

 

PREV
click me!

Recommended Stories

Budget 2026: বাজেট পেশের আগে এই প্রাচীন ঐতিহ্য! 'হালুয়া অনুষ্ঠান' কেন পালন করা হয়?
মাউন্ট আবুতে ঠান্ডায় কাবু পর্যটকরা, -৭ ডিগ্রিতে বরফের আস্তরণ- দেখুন সেই ভিডিও