বিয়েতে ভারতীয় সেনা বাহিনীকে আমন্ত্রণ দম্পতির, সেই আমন্ত্রণপত্র ভাইলার সোশ্যাল মিডিয়ায়

ভারতীয় সেনাবাহিনীকে বিবাহে আমন্ত্রণ করার নজির গড়লো কেরালার এক হবু দম্পতি। এই হবু দম্পতির এমন অবাক কাণ্ডয়

শোরগোল সামাজিক মাধ্যমে

ভারতীয় বিয়ে মানেই জমকালো ব্যাপার। খাবার থেকে সাজসজ্জা , অতিথি আপ্যায়ন থেকে বিয়ের রীতি এবার সবেতেই থাকে একটা অদ্ভুত রাজকীয়তা।যা উপভোগ করেন বিবাহে আমন্ত্রিত প্রত্যেকেই। এবার সেই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিতেই ভারতীয় সেনাবাহিনীকে বিবাহে আমন্ত্রণ করার নজির গড়লো কেরালার এক হবু দম্পতি। আমন্ত্রন কার্ডে দারুন নোটও লেখেন তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে। রাহুল ও কার্তিক নামের এই দুই হবু দম্পতির এমন অবাক করা কাণ্ড এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যম গুলি। সেই নোট তারা আবেগবিহ্বল হয়ে লেখেন ,' প্রিয় নায়করা , আমরা ১০ ই নভেম্বর বিয়ে করতে চলেছি , আপনারা যেভাবে প্রতিটা মুহূর্ত দেশের প্রতি সংকল্পবদ্ধ হয়ে কাজ করেন সেটির প্রতি সম্মান জানিয়েই আমরা আপনাদের আমাদের বিবাহে আমন্ত্রণ জানাতে চাই।আশা করি আপনারা অবশ্যই আসবেন।'

তারা আরও লেখেন ,'আমাদের সুরক্ষিত রাখার জন্য আমরা আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের কারণেই আমরা শান্তিতে ঘুমোতে পারি, আমাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দে দিন কাটাতে পারি। আপনারা ওই বিশেষ দিনটিতে আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ দিলে আমরা খুশি হবো। '

Latest Videos

শুক্রবার ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে এই বিশেষ আমন্ত্রণ কার্ডটি শেয়ার করেন। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে তারা ক্যাপশনে লেখেন ,'শুভেচ্ছা , ভারতীয় সেনাবাহিনী রাহুল আর কার্তিকাকে বিয়ের আমন্ত্রণ পাঠানোর জন্য ধন্যবাদ জানাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের খুব সুখী বিবাহিত জীবন কামনা করছে।

ইন্সটাতে শেয়ার করার পর থেকেই পোস্টটি ৮৫,০০০ টিরও বেশি লাইক পেয়েছে। মন্তব্য বাক্সও প্লাবিত হয়েছে হার্ট এমজিতে। একজন ব্যবহারকারী লিখেছেন , আপনাদের এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য অনেক অনেক শুভকামনা। ' অন্য একজন লিখছেন ' আপনাদের দুজনকেই অনেক অভিনন্দন।' ওপর এক ব্যক্তি লিখছেন যে 'মালায়ালী হতে পেরে আমি গর্বিত।'

আরও পড়ুন-

সন্তানের জন্য মোটা টাকার চাকরি ছেড়েছিল বাবা, পিতৃত্বের এই গল্পে আবেগে ভাসলো নেটমহল

শবরীমালা মন্দির থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত ৪০, উদ্ধারকাজে নেমেছে দমকল

সোমবার-ই নার্কো টেস্ট হবে শ্রদ্ধার 'খুনি প্রেমিক' আফতাবের, মঙ্গলবার শেষ পুলিশ হেফাজতের দিন

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia