প্রায় ৭ হাজার মিটার নীচে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অনুরাগ মালু, দেখুন হিমালয়ের সেই হাড় হিম করা ভিডিও

পোল্যান্ডের পর্বতারোহী অ্যাডাম বিয়েলেকির কঠিনতম প্রচেষ্টায় প্রাণ বাঁচল এই ভারতীয় পর্বতারোহীর। রেকর্ড করা হল উদ্ধারকাজের সেই ভিডিও ।

অন্নপূর্ণা শৃঙ্গ অভিযানে গিয়ে একেবারে মৃত্যুর হাঁ থেকে কোনওমতে বেঁচে ফিরে এলেন ভারতীয় পর্বতারোহী। ৬ হাজার মিটারেরও অধিক উচ্চতার একটি বরফের ফাটলে পড়ে গিয়ে তিন দিন ধরে বেঁচে ছিলেন রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু। ৩৪ বছর বয়সি অনুরাগ রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা, সকলে তাঁকে মৃত বলে ধরে নিলেও তাঁর উদ্ধারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পোল্যান্ডের পর্বতারোহী অ্যাডাম বিয়েলেকি, তিনিই শেষমেশ পাহাড়ের ফাটল থেকে বাঁচিয়ে নিয়ে আসেন অনুরাগকে। আপাতত তিনি পোখরার হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি। তারই মধ্যে প্রকাশ পেল তাঁকে উদ্ধার করার রোমহর্ষক ভিডিও।

সোমবার থেকে অনুরাগ মালু নিখোঁজ হওয়ার পর উদ্ধারকারী দল খুঁজতে শুরু করেছিল তাঁকে। শেষমেশ বৃহস্পতিবার একটি গভীর ক্রিভাস (বরফ ফাটল)-এর মধ্যে অনুরাগের খোঁজ পাওয়া যায়। ছাং দাওয়া শেরপার নেতৃত্বে ছ’জন শেরপার একটি দল অন্নপূর্ণা শৃঙ্গে এই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তিন দিন ধরে চেষ্টার পরে ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার করা হয় অনুরাগকে।

Latest Videos

জানা গেছে, অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে পারেননি অনুরাগ মালু। তার আগেই ক্যাম্প ফোর, অর্থাৎ চূড়ান্ত সামিট ক্যাম্প থেকে নেমে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো সোমবার চতুর্থ ক্যাম্প থেকে নামছিলেন অনুরাগ। সেই নামার পথেই প্রায় ৬ হাজার মিটারেরও বেশি উচ্চতায় থাকার সময়ে নীচের একটি ফাটলে পড়ে যান তিনি।

দুর্ঘটনার পরে লাগাতার হেলিকপ্টারে নজরদারি চালিয়েও অনুরাগের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। প্রায় হাল ছেড়েই দিতে বসেছিলেন উদ্ধারকারীরা। সকলেই ভেবেছিলেন, অনুরাগ হয়তো আর বেঁচে নেই। কারণ ৬ হাজার মিটার উচ্চতায় বরফের ফাটলে পড়ে গিয়ে ৭২ ঘণ্টারও বেশি সময় বেঁচে থাকা কার্যত অসম্ভবই বটে। পোল্যান্ডের এক পর্বতারোহী অ্যাডাম বিয়েলেকি নিজের সাহসে ভর করেই ওই গভীর ফাটলের ভেতরে নেমে পড়েছিলেন অনুরাগকে বাঁচাতে। প্রায় ৮ হাজার মিটার গভীরে নেমে অনুরাগকে উদ্ধার করেন তিনি। আপাতত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনুরাগ। জীবন-মরণ লড়াইয়ের মাঝে তাঁর সুস্থতার অপেক্ষায় রয়েছে সারা ভারত।

 

 

আরও পড়ুন-

টুইটারের বিকল্প হিসেবে এল নয়া অ্যাপ ‘ব্লুস্কাই’, নিয়ে এলেন টুইটারেরই সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি
চলে গেলেন সৌগত রায়ের পত্নী ডলি রায়, স্ত্রীকে হারিয়ে শোকে মুহ্যমান তৃণমূল সাংসদ

জনবহুল আদালত চত্বরে মহিলাকে একের পর এক গুলি, দিল্লিতে আইনজীবী সেজে পালিয়ে গেল আততায়ী

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর