
অবশেষে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) সুমি (Sumy) থেকে ভারতীয় শিক্ষার্থীদের (Indian Students) উদ্ধারে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ইউক্রেনের অবস্থিত ভারতীয় দূতাবাস (indian Embassy)। সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় দূতাবাসের একটি দল দল পোলতাভা শহরের সুমিতে আটকে পড়া ভারতীয় ছাত্রদের পলতাভা হয়ে পশ্চিমসীমান্তে নিয়ে আসার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি উদ্ধারের সঠিক সময় ও দিন জানিয়ে দেওযা হবে। ছাত্রদের সংক্ষিত নোটিশে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্ব ইউক্রেনে অবস্থিত সুমি। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এলাকা। রুশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। রাশিয়া সুমি দখল করার চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কবজা করে উঠতে পারেনি। কিন্তু সুমি ইউক্রেনের পূর্ব দিকে হওয়ার সেখান থেকে পশ্চিমদিকে বা পোল্যান্ড বা হাঙ্গেরি যাওয়া সম্ভব নয়। গতকাল একটি ভিডিও শেয়ার করে ভারতীয় পড়ুয়ারা সেকথা জানিয়েছিল। পাশাপাশি তারা বলেছিল যে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রুশ সীমান্তে যাওয়ার চেষ্টা করেছে। ইউক্রেনের ভারতীয় দূতাবাস তাদের সাহায্য করছে না বলেও অভিযোগ করেছিল তারা। রাস্তায় তাদের যদি কিছু হয় তাহলে তার জন্য ভারত সরকার ও ইউক্রেনের ভারতীয় দূতাবাস দায়ি থাকবে বলেও জানান হয়েছে।
পাশাপাশি সুমিতে গতকালও রাশিয়া একাধিকবার হামলা চালিয়েছে। বিপর্যস্ত সুমির বিদ্যুৎ পরিষেবা। হোস্টেলে খাবার ও পাণীয় জল অপ্রতুল। প্রবল ঠান্ডাও সমস্যা বাড়িয়েছে পড়ুয়ারে। এই অবস্থায় সুমিতে থাকা আর সম্ভব নয় বলেও জানিয়েছিল পড়ুয়ারা। গতকাল থেকেই পডুয়াদের জন্য একাধিক অ্যাডভাইজারি দারি করেছিল ভারতীয় দূতাবাস। সুমির পড়ুয়াদের হোস্টেল ছেড়ে বাইরে না যেতেও পরামর্শ দিয়েছিল। সেইসঙ্গে তাদেরও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান হয়েছিল। ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত পার্থ শতপথি সুমির পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইউক্রেনের আটকে পড়া সমস্ত ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করা হবে। উদ্ধারকাজে কোনও রকম গাফিলতি করা হবে না।
যুদ্ধের ১০ দিনে আরও আগ্রাসী পুতিন, বললেন শর্ত না মালনে দ্রুত রাষ্ট্রের মর্যাদা হারাতে পারে ইউক্রেন
যুদ্ধের ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে কোনও গাফিলতি হবে না, আশ্বাস রাষ্ট্রদূতের
তারপরই এদিন ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত নতুন অ্যাডভাইরাসি জারি করেছে শুধুমাত্র সুমির আটকে পড়া পড়ুয়াদের জন্য। অল্প সময়ের নোটিশেই তারা যাতে হোস্টেল ছেড়ে বেরিয়ে পড়তে পারে তার জন্য তৈরি থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে। সুমিতে প্রায় ৮০০ পড়ুয়া রয়েছে বলেও জানান হয়েছে। খুবই দ্রুত তাদের উদ্ধার করা হবে বলেও জানিয়েছে ভারতীয় দূতাবাস।