ভূ ভারতে যা নেই, এবার সেটাই করে দেখানোর প্রচেষ্টা ভারতীয় রেলের

ডবল ডেকার ট্রেন তৈরির কথা ভাবছে ভারতীয় রেল। তবে টু-ইন-ওয়ান পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। যাত্রীর সঙ্গে মালও পরিবহন করা যায়, এমন ভাবনা চিন্তা নিয়েই ডবল ডেকার ট্রেনের পরিকল্পনা ভারতীয় রেলের। 
 


এবার এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা নিয়ে ভাবচিন্তা শুরু করেছে ভারতীয় রেল (Indian Rail)। আবার ইচ্ছে হলে ভারতীয় রেলের (Indian Rail) নতুন ভাবনাকে টু ই ওয়ান পরিকল্পনাও বলতে পারেন। কেমন সেই পরিকল্পনা। আসুন জেনে নেওয়া যাক। প্রসঙ্গত, ভারতীয় রেল যাত্রীদের আরও একটু উন্নতমানের ও অত্যাধুনিক পরিষেবা দেওয়ার কথা ভাবছে। সেই সঙ্গে রেলের আয়ের পথও যাতে প্রসস্থ হয় সেই দিকেও বিশেষ নজর রাখছে। আর এই দুইয়ের ভাRailবনা যখন এক সরলরেখায় মিলিত হয়ে বাস্তবায়িত হবে তখন তৈরি হবে ডবল ডেকার ট্রেন (Double Decker Train)। হ্যাঁ, ভারতীয় রেলের তরফে এই ডবল ডেকার ট্রেন (Double Decker Train) তৈরির চিন্তাভাবনা আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

আমাদের দেশে ডবল ডেকার ট্রেন (Double Decker Train) যে নেই, এমনটা কিন্তু নয়। তবে সেই সংখ্যাটা একেবারেই কম। তবে এই মুহুর্তে ভারতীয় রেল যে টু ইন ওয়ান ডবল ডেকার রেল পরিষেবা (Double Decker Rail Service) চালু করার কথা ভাবছে সেখানে একাধারে যেমন যাত্রীরা যাতায়াত করতে পারবে তেমনই আবার সেই ট্রেনে পণ্য পরিবহনেরও সুবিধা থাকবে। সুত্রের খবর অনুযায়ী, এই নতুন ধরনের ডবল ডেকার ট্রেনে থাকতে পারে ২০ টি কোচ। ভারতীয় রেলের ডবল ডেকার ট্রেন তৈরির ভাবনাকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রের তরফে ১৬০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর। আপাতত  যা পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী ডবল ডেকার এই ট্রেনের উপরে সিট নেবেন যাত্রীরা ও নীচের কামরাগুলি পণ্য বা মাল পরিবহনের জন্য ব্যবহার করা হবে। উল্লেখ্য, ট্রেনের রুট পূর্বনির্ধারিতই থাকবে এবং এই ট্রেনটি পূর্ব-নির্ধারিত গন্তব্য এবং প্রারম্ভিক স্টেশনের মধ্যেই চলাচল করবে।

Latest Videos

আরও পড়ুন-ডিসেম্বর ত্রৈমাসিকে লাভের মুখ দেখল IRCTC,২০৮ কোটি টাকা লাভে বাজিমাত সংস্থার

আরও পড়ুন-৮ থেকে ৮০ দোলাবে মাথা, শোনা যাবে নস্টালজিক গান, জোড়া সুখবর কলকাতা মেট্রোয়

আরও পড়ুন-Budget 2022: Kavach Technology কী, এটি কিভাবে রেলযাত্রা-কে সুরক্ষিত করবে এবং দুর্ঘটনা প্রতিরোধ করবে

ভারতীয় রেলের তরফে যে ডবল ডেকার ট্রেনের ভাবনাচিন্তা করা হচ্ছে সেখানে একসঙ্গে ৭২ জন যাত্রীর বসার বন্দোবস্ত করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে ট্রেনটি যাতে কমপক্ষে ৪ থেক ৫ টন ওজন বহন করতে পারে সেই দিকেও বিশেষ খেয়াল রাখা হবে। বলা বাহুল্য, ভারতীয় রেলের এই ভাবনা হার মানিয়েছে মার্কিন মুলুককেও। এই পরিক্লপনা যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারত নজির গড়বে প্রথম টু-ইন-ওয়ান ডবল ডেকার ট্রেন তৈরিতে। তবে অনেকে আবার মনে করছেন এই ধরনের ট্রেনের পরিকল্পনা কিছুটা ঝুঁকিপূর্ণও হতে পারে। তবে এই ধরনের ট্রেনের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা যাত্রীরা উপভোগ করবেন সেটা হল, দ্রুত পার্সেল ডেলিভারি হবে। অনেক সময় দেখা যায় যাত্রী গন্তব্যে পৌঁছে গিয়েছেন কিন্তু তাঁর মাল পৌঁছায় নি। এক্ষেত্রে সেই সমস্যার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla