- Home
- West Bengal
- Kolkata
- মেট্রোরেলে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন, সঙ্গে কত বড় ব্যাগ রাখতে পারবেন জানেন?
মেট্রোরেলে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন, সঙ্গে কত বড় ব্যাগ রাখতে পারবেন জানেন?
Kolkata Metro Rail: শুক্রবার কলকাতায় এসে মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি নিজে মেট্রোরেলে ভ্রমণও করলেন। মেট্রোর রুটে যুক্ত হল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও বিমানবন্দর।

হাওড়া ময়দান থেকে মেট্রোরেলে চড়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবেন যাত্রীরা
মেট্রোরেলের নতুন রুট
শুক্রবার কলকাতা মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রোরেলে চড়ে যেমন সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছে যাওয়া যাবে। ফলে অসংখ্য যাত্রীর সুবিধা হতে চলেছে। অফিসযাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই পর্যটকদেরও লাভ হবে।
KNOW
বিমানে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র থাকলেই জরিমানা হয়, মেট্রোরেলে কী নিয়ম?
মেট্রোরেলে কত ওজনের ব্যাগ নিয়ে ওঠা যাবে?
লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে বড় ব্যাগ বা বেশি ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। কিন্তু মেট্রোরেলের ক্ষেত্রে অনেক বিধি-নিষেধ আছে। এমন অনেক জিনিসপত্র আছে যেগুলি নিয়ে কলকাতা মেট্রোরেলে ভ্রমণ করা যায় না। বিমানবন্দরে নিষেধাজ্ঞা বেশি। এবার মেট্রোরেলে বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাবে। ফলে নির্দিষ্ট ওজনের ব্যাগ এবং নির্দিষ্ট ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে।
কলকাতা মেট্রোরেলের নিয়ম অনুযায়ী খুব বড় ব্যাগ নিয়ে ভ্রমণ করা যায় না
মেট্রোরেলে বড় ব্যাগে নিষেধাজ্ঞা
কলকাতা মেট্রোরেলের নিয়ম অনুযায়ী, যাত্রীদের ব্যাগের আকার খুব বড় হওয়া চলবে না। ব্যাগের ওজন হতে হবে ১০ কিলোগ্রামের মধ্যে। দিনের যে কোনও সময়েই ব্যাগ নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করা যাবে। তবে কারও ব্যাগের জন্য অন্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করা যাবে না। সহযাত্রীরা অভিযোগ জানালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
কোনও ধারালো বস্তু, অস্ত্র, দাহ্য পদার্থ নিয়ে কলকাতা মেট্রোরেলে চড়া যায় না
কলকাতা মেট্রোরেলে কী কী নিষিদ্ধ?
কাচের তৈরি কোনও জিনিস, আগ্নেয়াস্ত্র, ছুরির মতো ধারালো অস্ত্র, কোনও দাহ্য পদার্থ নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করা যায় না। সব মেট্রোস্টেশনেই ব্যাগ স্ক্যানারে দিতে হয়। নিষিদ্ধ কোনও বস্তু ধরা পড়লে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই কারণে মেট্রোরেলে ভ্রমণ করার আগে যাত্রীদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে মেট্রোরেলে চড়ে বিমানবন্দরে যেতে চাইলে যাত্রীদের বেশি সতর্ক থাকা উচিত।
কলকাতা মেট্রোরেলে নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ভ্রমণ করলে জরিমানা-কারাদণ্ড হতে পারে
জেল-জরিমানার বিধান
১৯৮৪ সালে শুরু হয় কলকাতা মেট্রোরেলের পথ চলা। পরের বছর যাত্রীদের মালপত্র নিয়ে যাওয়া সংক্রান্ত আইন জারি করা হয়। এই আইন অনুযায়ী কোনও যাত্রী নিয়ম লঙ্ঘন করলে বা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ভ্রমণ করার সময় ধরা পড়লে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এক বছর থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। ফলে যাত্রীদের সতর্ক থাকা উচিত। মেট্রোরেলের নিয়ম জেনে নেওয়া উচিত যাত্রীদের।
হাওড়া থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া হয়ে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে
হাওড়া থেকে একাধিকবার ট্রেন বদলে বিমানবন্দরে
কোনও যাত্রী যদি হাওড়া ময়দান থেকে বিমানবন্দরে পৌঁছতে চান, তাহলে প্রথমে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছতে হবে। সেখান থেকে দক্ষিণেশ্বরের দিকের মেট্রোরেল ধরে নোয়াপাড়া স্টেশনে পৌঁছতে হবে। তারপর নোয়াপাড়া থেকে মেট্রোরেল ধরে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। ৫০ টাকার মতো খরচ হতে পারে। অনেক কম সময়ে এবং সহজে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে।

