Reservation Chart: দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন চার্টের নিয়মে বড় পরিবর্তন রেলের, কবে থেকে চালু হচ্ছে?

Published : Jun 30, 2025, 11:37 AM IST

Express Train News:  গন্তব্যে যাওয়ার হোক কিংবা ঘুরতে দূরপাল্লার ট্রেনই ভরসা? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ট্রেনের চার্ট তৈরি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
18
দূরপাল্লার ট্রেনে নতুন নিয়ম

রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য রিজার্ভেশন চার্ট  তৈরিতে বড় পদক্ষেপ রেলের। এবার থেকে ট্রেন ছাড়ার অনেক আগেই মিলবে এই চার্ট। 

28
কত ঘন্টা আগে তৈরি হবে চার্ট

দূরপাল্লা বা মেইল ট্রেনের যাত্রীদের সুবিধার্থে রিজার্ভেশন ট্রেনে এতদিন পর্যন্ত চার্ট তৈরি হত ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে। সেই নিয়মে এবার বদল আনছে রেল কর্তৃপক্ষ। 

38
রেলমন্ত্রীর বড় সিদ্ধান্ত ঘোষণা

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে এবার থেকে ট্রেন ছাড়ার আট ঘন্টা আগেই মিলবে চার্ট। জানা গিয়েছে এবার থেকে দুপুর ২টোর আগে ছাড়া ট্রেনগুলির জন্য চার্ট মিলবে আগের দিন রাত ৯টার মধ্যে। 

48
রেলের টিকিটেও সংস্কার

পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ  সুবিধা করে দিতে রেলের টিকিটেও আমূল পরিবর্তনের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

58
ওয়েটিং লিস্ট নিয়েও নতুন ব্যবস্থা

রেল সূত্রে খবর, এবার থেকে ওয়েটিং লিস্টের যাত্রীরা যাতে আগে থেকেই আপডেট পান তার জন্য়ও নতুন ব্যবস্থা নেবে রেল। এতে করে কোনও যাত্রীর টিকিট কনফার্ম না হলে তিনি বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। জানা গিয়েছে, শহর ও শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকাতেও আগে থেকেই চার্ট যাবে। 

68
টিকিটের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে টিকিটের ক্ষেত্রেও সবার আগে বিভিন্ন পরিবর্তন আনা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। 

78
টিকিট বুকিংয়ে বড় সুবিধা

রেল সূত্রে এই বিষয়ে আরও  জানা গিয়েছে যে, এই সুবিধা চালু হলে রেলের টিকিট বুকিংয়েও অনেক সুযোগ সুবিধা মিলবে। শুধু তাই নয়, প্রতি মিনিটে প্রায় ১.৫ লক্ষ টিকিট বুক করা যাবে। ৪০ লক্ষ টিকিট  অনুসন্ধান হ্যান্ডেলিং করা যাবে। 

88
তৎকাল টিকিটের নিয়মেও পরিবর্তন

এছাড়াও রেলের তরফে তৎকাল টিকিটে জালিয়াতি রুখতে রেলের তরফে চালু হচ্ছে আধার ই-অথেনটিকেশন। ১ জুলাই থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। এই বিষয়ে রেলমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছে। অবশেষে ১ জুলাই থেকে এই নিয়ম লাগু হচ্ছে। 

Read more Photos on
click me!

Recommended Stories