- Home
- West Bengal
- Kolkata
- কসবার নির্যাতিতাকে পরিকল্পনা করেই ধর্ষণ করা হয়েছে, মনোজিতের সাগরেদদের বিস্ফোরক তথ্য
কসবার নির্যাতিতাকে পরিকল্পনা করেই ধর্ষণ করা হয়েছে, মনোজিতের সাগরেদদের বিস্ফোরক তথ্য
Kasba Law College Rape Case: কসবার আইন কলেজের নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট ভয়ঙ্কর। শরীরে নানা জায়গায় আঘাতের পাশাপাশি যৌনাঙ্গেও মিলেছে আঘাতের চিহ্ন।

কসবা আইন কলেজের নির্যাতিতা
কসবার আইন কলেজের নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট ভয়ঙ্কর। শরীরে নানা জায়গায় আঘাতের পাশাপাশি যৌনাঙ্গেও মিলেছে আঘাতের চিহ্ন।
মে়ডিক্যাল টেস্ট
কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ করেছিলেন কসবা আইন কলেজের নির্যাতিতার মেডিক্যাল টেস্ট। তেমনই জানিয়েছে একটি সূত্র।
নমুনা সংগ্রহ
সূত্রের খবর নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশের বায়োকেমিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যতিতার নখ ও মাথার বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়।
আঘাতের চিহ্ন
দ্বিতীয় মেডিক্যাল টেস্টের রিপোর্টে যৌনাঙ্গের ভিতর আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে। বুক আর ঘাড়ে রয়েছে কামড়ের দাগ। রয়েছে ক্ষত চিহ্ন। তেমনই জানিয়েছে একটি সূত্র।
বাজেয়াপ্ত জিনিস পরীক্ষায়
হকিস্টিক, পোশাক-সহ একাধিক বাজেয়াপ্ত করার জিনিস পরীক্ষার জন্য পাঠান হয়েছে।
পরিকল্পিত ধর্ষণ
মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের দুই সাগরেদ প্রমিত ও জায়েব বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে। তারা দুজনেই জানিয়েছে, মনোজিৎ পরিকল্পনা করেই তরুণীকে ধর্ষণ করেছিল। সবকিছুই আগে থেকে প্ল্যান করা ছিল।
স্বীকারোক্তি
দুই সাগরেদ জানিয়েছে, তরুণীর সঙ্গে যে কোনও উপায়ে মনোজিৎ শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। আর সেই কারণে দুই দিন ধরে টানা পরিকল্পনা করেছিল। সেই কারণেই বিয়ের প্রস্তাবও দিয়েছিল। তাতে রাজি না হওয়াতেই জোরজবরদস্তি করে।
মনোজিতের বিরুদ্ধে অভিযোগ
মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু একাধিকবার পার পেয়েছে সে।
কসবা আইন কলেজে নির্যাতন
কসবা আইন কলেজে তরুণীকে বুধবার দিনভর আটকে রেখে নির্যাতন করা হয়। রাত ১০ টারও পরে নির্যাতিতা তরুণী ছাড়া পায়।
গ্রেফতার চার
এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছাড়াও তার দুই সাগরেদ আর কলেজের নাইট গার্ড রয়েছে সেই তালিকায়। পুলিশের নজরে আরও ১৭ জন রয়েছে।

