একেবারে বদলে যাবে ভারতীয় রেল! বাজেটে একগুচ্ছ উপহার ঘোষণা করল কেন্দ্র
কয়েক দিন আগেই পেশ হল বাজেট। এই বাজেটে সাধারণ মানুষের দিকে খেয়াল রেখে বাজেটে বেশ কিছু ঘোষণাও করা হয়েছে। রেলের ব্যাপারেও বেশ কিছু ঘোষণা করা হয়েছে। যেহেতু দেশের বেশিরভাগ মানুষই রেলের উপরে ভরসা রাখেন তাই বাজেটে রেল সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করা হয়েছে।
আগে রেলের জন্য আলাদা একটি বাজেট পেশ করা হয়। কিন্তু এখন একসঙ্গেই রেলের বাজেট পেশ করা হয়। যাত্রীদের চাহিদা মাথায় রেখে বন্দে ভারতের সংখ্যা বাড়িয়েছে সরকার। বন্দে ভারতের জনপ্রিয়তার পরই অন্যান্য দূরপাল্লার ট্রেনও যাতে বন্দে ভারতের কামরার মতো বদলে ফেলা হয় তার আর্জি জানিয়েছিলেন সাধারণ মানুষ।
তাই এই বাজেটে অর্থমন্ত্রী জানান যে ৪০ হাজার রেল কোচ পরিবর্তিত করে বন্দেভারতের মতো রূপান্তরিত করা হবে। এতে আরও সুবিধা হবে যাত্রীদের। এ ছাড়া জেনারেল কোচেও ভিড় কমাতে এবং ট্রেন দুর্ঘটনা রুখতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাজেটে। পাশাপাশি রেল নেটওয়ার্ক সম্প্রসারণেও জোর দেওয়া হবে বলে জানান হয়েছে এই বাজেটে।