বায়ু দূষণে ভয়াবহ পরিস্থিতি দিল্লি-র, রাজধানী সরানোর দাবি নেটিজেনদের

  • দিল্লির ধোঁয়াশা নিয়ে তোলপাড় পরিস্থিতি
  • এয়ার কোয়ালিটি এর ফলে ক্রমশই নিম্নমুখী
  • ভয়াবহ পরিস্থিতি বলে একে ব্যাখ্যা পরিবেশবিদদের
  • এহেন পরিস্থিতিতে দিল্লি থেকে রাজধানী সরানোর দাবি 

সপ্তাহের প্রথম দিনের সকালেই নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছয় ৫০০-তে। দিনভর কাজকর্মের শেষে সন্ধা থেকে একিউআই আরও বেড়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। রবিরার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছয় ৪৯৪-এ। ২০১৬ সালে দিল্লির বায়ু দূষণের মাত্রা পৌঁছেছিলো  ৪৯৭-এ। সোমবার এয়ার কোয়ালিটি ইনডেক্স সেই রেকর্ড ভেঙে দিয়েছে। 

 আরও পড়ুন- সরছে কি প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসস্থান, জমা পড়ল রিপোর্ট

Latest Videos

এহেন পরিস্থিতি-তে প্রবল আতঙ্কে দিল্লিবাসীরা। টুইটার থেকে ফেসবুক- সর্বত্রই দিল্লির বায়ু দূষণ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন বহু মানুষ। কেউ বুঝে উঠতে পারছেন না কীভাবে এমন ভয়াবহ বায়ু দূষণের হাত থেকে রেহাই পাবেন। এমতাবস্থায় নেটিজেনরা দিল্লি থেকেই রাজধানী সরানোর দাবি তুলেছে। এইসব নেটিজেনদের দাবি, দূষণে দিল্লি বসবাসের অযোগ্য। এমন এক শহরের রাজধানীর তকমা কেড়ে নেওয়া উচিত। দিল্লির সঙ্গে গা-লাগিয়ে থাকা এনসিআর-এর এক হাল। তাই এমন জায়গায় রাজধানী করা হোক যেখানে দূষণের দাপাদাপি থাকবে না এবং মানুষ সহজে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে সুরক্ষিতও থাকবে রাজধানী। 

আরও পড়ুন- গ্যাসচেম্বার রাজধানীতে তীব্র আতঙ্কে বাসিন্দারা, বাতিল ৩২টি উড়ান, জল ছেটাল এসডিএমসি, দেখুন ভিডিও

এই সব নেটিজেনদের অনেকের আবার দাবি দিল্লি থেকে রাজধানী সরিয়ে চেন্নাই, নাগপুর অথবা বেঙ্গালুরু-তে নিয়ে যাওয়ার। দিল্লি-তে রাজধানী থাকা নিয়ে কয়েক'শ বছর ধরেই বিতর্ক রয়েছে। মোঘল আমলে দিল্লি রাজধানী হিসাবে খ্যাতি লাভ করলেও, ব্রিটিশদের কাছে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশ শাসকরা তাদের সমস্ত কাজকর্ম কলকাতার বুক থেকেই সারাদেশে পরিচালনা করত। কিন্তু, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাংলার বুকে বৈপ্লবিক কার্যকলাপে ধাক্কা খেয়ে ব্রিটিশরা দিল্লি-তে তাদের রাজধানী সরিয়ে নিয়ে যায়। যদিও, কারণ হিসাবে ব্রিটিশরা দিল্লি-তে রাজধানী স্থানান্তরে ভৌগলিক অবস্থানের অজুহাত খাড়া করেছিল। তাঁরা জানিয়েছিল ভৌগলিক অবস্থানে দিল্লি দেশের এবং কেন্দ্রবিন্দু-তে রয়েছে। যদিও, মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী সরিয়ে নিয়েছিলেন। তিনি দেবগীরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। তাঁর মতে দিল্লি রাজধানী হিসাবে মোটেও সুরক্ষিত বা বিজ্ঞানসম্মত স্থান নয়। যদিও, পরিকাঠামোর অভাবে শেষমেশ বিন তুঘলক দিল্লি-তেই ফের রাজধানী স্থাপন করেন। সুতরাং, দিল্লির রাজধানী তকমা বরাবরাই প্রশ্নচিহ্নের সামনে থেকেছে। 

আরও পড়ুন- কৃষকদের দোষ দেবেন না, ধোঁয়াতেই হবে ধোঁয়াক্ষয়, বায়ুদূষণের অবাক করা সমাধান দিলেন বিজেপি মন্ত্রী

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু