Amazon India: অমানবিক! কর্মীদের প্রতি এ কেমন আচরণ অ্যামাজন ইন্ডিয়ার!

পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক শ্রমিকদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়, ভারতেও নামী বহুজাতিক সংস্থার কর্মীদের সঙ্গেও একইরকম আচরণের অভিযোগ উঠল।

৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা জায়গায় ট্রাক থেকে মালপত্র তোলা-নামানোর মতো পরিশ্রমসাধ্য যাঁরা করছেন, তাঁদের কাজের নির্দিষ্ট লক্ষ্যপূরণ না হওয়া জলপান করা বা শৌচাগারে যাওয়ার অনুমতি নেই। হরিয়ানার মানেসরে অ্যামাজন ইন্ডিয়ার গুদামে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতি এমনই অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। মানেসরে এখনও তাপপ্রবাহ চলছে। সাধারণ কাজকর্ম চালানোই কঠিন। সেখানে খোলা জায়গায় পরিশ্রমের কাজ তো আরও কঠিন। এক কর্মী জানিয়েছেন, তাঁরা নির্দিষ্ট কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনওরকম বিরতি নিতে পারেন না। প্রতি সপ্তাহে ৫ দিন ১০ ঘণ্টা করে কাজ করতে হয় তাঁদের। এই কঠিন পরিশ্রমের কাজ করে তাঁরা প্রতি মাসে হাতে পান মাত্র ১০,০৮৮ টাকা করে।

মহিলা কর্মীদের প্রতিও অমানবিক আচরণ!

Latest Videos

মানেসরে অ্যামাজন ইন্ডিয়ার কর্মীরা জানিয়েছেন, তাঁদের মধ্যাহ্নভোজ ও চা পানের জন্য আধঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু খেতে গেলে দিনে চারটির বেশি ট্রাক থেকে জিনিসপত্র নামানো সম্ভব নয়। কাজের চাপের জন্যই তাঁদের পক্ষে বিরতি নেওয়া সম্ভব হয় না। পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীদেরও বিরতি নেওয়ার সময় হয় না। মহিলাদের নানা শারীরিক সমস্যা থাকে। ফলে তাঁদের সমস্যা বেশি হয়। মানেসরে কর্মীদের বিশ্রাম নেওয়ার জন্য কোনও আলাদা ঘর নেই। ফলে কেউ অসুস্থ হয়ে পড়লেও বিশ্রাম নেওয়ার সুযোগ পান না।

 

 

অভিযোগ অস্বীকার অ্যামাজন ইন্ডিয়ার

কর্মীদের অভিযোগ অস্বীকার করে অ্যামাজন ইন্ডিয়ার এক প্রতিনিধি দাবি করেছেন, তাঁদের কর্মীদের সুরক্ষা ও কল্যাণের দিকে গুরুত্ব সহকারে নজর দেন। মানেসরের গুদামে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং তাপমাত্রা মাপার প্রযুক্তি আছে। কর্মীদের যথেষ্ট পরিমাণে জল, বিরতি, বিশ্রামের সুযোগ দেওয়া হয় বলেও দাবি করেছেন অ্যামাজন ইন্ডিয়ার এই প্রতিনিধি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Amazon : অ্যামজনে অর্ডার দেওয়া হয়েছিল মোবাইল ফোন, সুদৃশ্য বাক্সে এল সাবান!

ভারতের বাজার দখলে মরিয়া অ্যামাজন, গোপন নথিতে ফাঁস আইন ভেঙে লাভবান হওয়ার ছক

মহাকাশে 'গার্লস ট্রিপ', অ্যামাজন মালিকের বান্ধবীর ইচ্ছে শুনে ভিমরি খাওয়ার জোগার

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM