Bharat Darshan: নামমাত্র খরচে দেশের সাত জ্যোতির্লিঙ্গ দর্শন, বিশেষ ট্রেন চালু করছে আইআরসিটিসি

  • এক ট্রেন সফরে ভারত দর্শন
  • দেখা মিলবে সাত জ্যোতির্লিঙ্গের
  • দেখা মিলবে দ্বারকা ও স্ট্যাচু অফ ইউনিটির
  • বিশেষ ট্রেন চালু করবে আইআরসিটিসি

ভারত দর্শন (Bharat Darshan)। বিশেষ ট্রেন চালু করতে চলেছে আইআরসিটিসি। ভারতীয় রেলের উদ্যোগে ও আইআরসিটিসির (IRCTC) সহায়তায় অগাষ্ট মাস থেকে চালু হতে চলেছে এই বিশেষ ট্রেন। ভারত দর্শন ট্রেনে একবার উঠে পড়লেই দেখা মিলবে দেশের সাতটি জ্যোতির্লিঙ্গের। সঙ্গে থাকবে দ্বারকা সফর ও স্ট্যাচু অফ ইউনিটির সাক্ষাত। 

দেশে ক্রমশ কমছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ভ্রমণপিপাসু মানুষদের জন্য এই বিশেষ সফরের ব্যবস্থা করতে চলেছে আইআরসিটিসি। ২৪শে অগাষ্ট থেকে ভারত দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালু হতে চলেছে। দেশের সাতটি জনপ্রিয় ভ্রমণস্থান ঘুরবে এই ট্রেন। এজন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে আরসিটিসি। দু সপ্তাহ ধরে ট্রেনটি ঘুরবে ভারতের নানা ধর্মস্থানে। এর সফর শেষ হচ্ছে ৭ই সেপ্টেম্বর। আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজের মধ্যেই ধার্য থাকবে টিকিটের দাম। ট্রেনটি ঘুরবে লখনউ, গোরক্ষপুর, দেওরিয়া, বারাণসী, জৈনপুর, সুলতানপুর, কানপুর ও ঝাঁসি। 

Latest Videos

 

 

টিকিটের দাম ও গোটা প্যাকেজের খরচ

ভারত দর্শন ট্যুর প্যাকেজের মোট খরচ পড়বে যাত্রী প্রতি ১২,২৮৫ টাকা। আইআরসিটিসি জানিয়েছে ভারত দর্শন স্পেশাল ট্রেন ওমকারেশ্বর, উজ্জ্বয়ন, আহমেদাবাদ, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, ত্র্যম্বকেশ্বর, শিরডি, ভীমশঙ্করের মতো পূণ্যভূমি। এই ট্রেন সফরে যাত্রীদের শুধু নিরামিষ খাবার দেওয়া হবে। দিনে তিন বার খাবার মিলবে ট্রেনে। এছাড়াও আইআরসিটিসির পক্ষ থেকে নন এসি ডর্মেটরি বা ধর্মশালায় থাকার ব্যবস্থা করা হবে ও বাসে করে বিভিন্ন এলাকা ঘোরার সুযোগ দেওয়া হবে। 

কীভাবে বুকিং করা যাবে 

ইচ্ছুক ব্যক্তিরা আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারেন। আইআরসিটিসির ওয়েবসাইট হল www.irctctourism.com। এছাড়াও এই ট্যুর প্যাকেজ সংক্রান্ত আরও তথ্য পাবেন হেল্পলাইন নম্বরে ফোন করে। নম্বর গুলি হল 8287930908, 8287930909, 8287930910 এবং 8287930911। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন