Free Travel: ১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করছে কেন্দ্র। ট্রেন, বাস ও নির্বাচিত ফ্লাইটে এই সুবিধা পেতে আধার, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয়পত্র প্রয়োজন।
এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন প্রবীণরা। এই সুবিধা পেতে প্রয়োজন আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয় পত্র।
510
এই সুবিধা পেতে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে যান। সেখানে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করে আধারের মাধ্যমে বয়স যাচাই করতে হবে।
610
বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট পাওয়া যাবে, আর ফ্লাইটের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিন। এক্ষেত্রে মোবাইল ওটিপি ব্যবহাপ করতে হবে।
710
ফ্লাইটের আসন সীমিত হওয়া বুকিং করতে হবে আগে থেকে। সঙ্গে ভ্রমণের সময় বহন করতে হবে পরিচয় পত্র।
810
এই স্কিম সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
910
তাদের মতে, এই স্কিম কেবল তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, সমাজকে আরও সংবেদনশীল করে তুলবে।
1010
সব মিলিয়ে ১৫ জুন থেকে বিরাট পরিবর্তন আসছে সিনিয়র সিটিজেনদের জীবনে। এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে তারা।