Free Travel: ১৫ জুন থেকে আসছে বিরাট পরিবর্তন, ট্রেন-বাস-ফ্লাইটে ভাড়া লাগবে না প্রবীণদের

Published : May 26, 2025, 11:28 AM IST

Free Travel: ১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করছে কেন্দ্র। ট্রেন, বাস ও নির্বাচিত ফ্লাইটে এই সুবিধা পেতে আধার, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয়পত্র প্রয়োজন।

PREV
110

নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১৫ জুন থেকে আসছে বিরাট বদল। এবার প্রবীণদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল সরকার।

210

ভারতীয় নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালু হচ্ছে ১৫ জুন থেকে। শোনা যাচ্ছে এমনটাই।

310

এই প্রকল্পরের আওতায় আসবে ট্রেনের জেনারেল ও স্লিপার ক্লাস, সরকারি বাস, নির্বাচিত অভ্যন্তরীন ফ্লাইটে বিনামূল্যে বা ছাড়ে ভ্রমণ করা যাবে।

410

এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন প্রবীণরা। এই সুবিধা পেতে প্রয়োজন আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয় পত্র।

510

এই সুবিধা পেতে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে যান। সেখানে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করে আধারের মাধ্যমে বয়স যাচাই করতে হবে।

610

বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট পাওয়া যাবে, আর ফ্লাইটের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিন। এক্ষেত্রে মোবাইল ওটিপি ব্যবহাপ করতে হবে।

710

ফ্লাইটের আসন সীমিত হওয়া বুকিং করতে হবে আগে থেকে। সঙ্গে ভ্রমণের সময় বহন করতে হবে পরিচয় পত্র।

810

এই স্কিম সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

910

তাদের মতে, এই স্কিম কেবল তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, সমাজকে আরও সংবেদনশীল করে তুলবে।

1010

সব মিলিয়ে ১৫ জুন থেকে বিরাট পরিবর্তন আসছে সিনিয়র সিটিজেনদের জীবনে। এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে তারা।

Read more Photos on
click me!

Recommended Stories