Bengaluru Crime: দেশের বিভিন্ন শহরের পাশাপাশি বেঙ্গালুরুতেও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দেখা যাচ্ছে। এবার দক্ষিণ বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে, তাতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Girl's body found in suitcase: এক রেল ব্রিজের কাছে রেল লাইনের কাছেই পড়েছিল দাবিহীন স্যুটকেস (Suitcase)। খুলতেই চক্ষু চড়কগাছ। স্যুটকেসের ভিতর এক তরুণীর দেহ। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চলন্ত ট্রেন থেকে এই স্যুটকেস ছুড়ে ফেলা হয়েছে। যে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, তাঁর পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনা দক্ষিণ বেঙ্গালুরুর (Southern Bengaluru)। ওল্ড চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে হোসুর মেইন রোডের ধারে রেল লাইনের পাশে পড়েছিল স্যুটকেস। অন্য কোথাও এই তরুণীকে খুন করার পর দেহ স্যুটকেসে ভরে ট্রেনে উঠে খুনি বা তার কোনও সঙ্গী সুযোগ বুঝে চলন্ত ট্রেন থেকে স্যুটকেস ফেলে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে বলে সন্দেহ পুলিশের। প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত করেছে সূর্যনগর থানার পুলিশ (Suryanagar police)। তবে রেলের অঞ্চলে এই ঘটনা ঘটায় মূল তদন্ত করছে বৈয়াপ্পানাহাল্লি রেল পুলিশ (Baiyappanahalli Railway Police)। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। স্যুটকেসও পরীক্ষা করা হচ্ছে।

তরুণীর পরিচয় জানাই গুরুত্বপূর্ণ

বেঙ্গালুরু গ্রামীণ পুুলিশ সুপার সি কে বাবা জানিয়েছেন, ‘ট্রেন থেকেই স্যুটকেস ছুড়ে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। রেলের অঞ্চলে এই ঘটনা ঘটলে সাধারণত রেল পুলিশের আওতায় থাকে। কিন্তু যেহেতু আমাদের অঞ্চলও এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে, সেই কারণে আমরাও তদন্তে জড়িয়ে পড়েছি। যিনি খুন হয়েছেন, তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কোনও পরিচয়পত্র বা জিনিসপত্র পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’

কর্ণাটকে বারবার একই ঘটনা

এর আগে ২০২৪ সালের ১২ মে কর্ণাটকের (Karnataka) রামনগরায় রেল লাইনের কাছ থেকে ১৪ বছর বয়সি এক মূক ও বধির আদিবাসী মেয়ের দেহ উদ্ধার হয়। সেই ঘটনা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছিল। এক বছর পর সেই কর্ণাটকেই ফের রেল লাইন থেকে এক মেয়ের দেহ উদ্ধার হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।