PM Modi on Israel war:'কঠিন সময় ভারত পাশে থাকবে', ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোনে আশ্বাস মোদীর

Published : Oct 10, 2023, 03:43 PM ISTUpdated : Oct 10, 2023, 07:10 PM IST
israel war people of india stand by with israel pm modi says Netanyahu in call bsm

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এ মোদী বলেছেন, নেতানিয়াহু-এর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেছেন চলমান পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহু তাঁকে তথ্য দিয়েছেন। 

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের পাশে রয়েছে ভারত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুএর সঙ্গে টেলিফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের চতুর্থ দিনে তাঁরা পরিস্থিতি নিয়ে কথা বলেন। সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী বলেছেন, নেতানিয়াহু-এর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেছেন চলমান পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহু তাঁকে তথ্য দিয়েছেন। ভারত এই কঠিন পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকবে। এই কথা বলার পাশাপাশি মোদী বলেছেন, ভারত এজাতীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে।

 

 

টুইটারে মোদী লিখেছেন, 'আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার ফোন কল এবং চলমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের সব ধরনের এবং প্রকাশের নিন্দা করে'

ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের আজ চতুর্থ দিন। প্রথম দিনেই দিল্লি জানিয়েছিল এই যুদ্ধে ভারত ইজরায়েলের পাশে রয়েছে। হামাসের আকস্মিক হামলার তীব্র নিন্দাও করা হয়েছে। সেই দিনই সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছিলেন মোদী। প্রথম দিনেই নেতানিয়াহু জানিয়েছিল তারা যুদ্ধের মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত ইজারায়েল-হামাস যুদ্ধের কারণে ১৫০০ জনের মত্যু হয়েছে। ইজরায়েল প্রশাসন এদিন দাবি করেছে গাজা স্ট্রিপের কাছে প্রায় ১৫০০ হাজার হামাস জঙ্গির দেহ পাওয়া গেছে। গতকাল থেকেই গাজা অবরোধের নির্দেশ দিয়েছে ইজরায়েল। বন্ধ করে দেওয়া হয়েছে খাবার, জল ও বিদ্যুৎ। পাল্টা ইজরায়েলের সেনা কর্তাদের পণবন্দি করেছে হামাস জঙ্গিরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pahalgam Attack: পহেলগাঁওয়ের হামলার ৮ মাস পর চার্জশিট NIA-র, হামলার মূল চক্রী কে?
News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে