শনিবারই ইসরায়েল সীমান্ত পেরিয়েছ পয়ালিস্তানি সেনা। দু'পক্ষের সংঘর্ষে নিহত শয় শয় মানুষ।
ইজরায়েলি সেনা বনাম হামাস সংঘর্ষে উত্তপ্ত গাজা সীমান্ত। শনিবারই ইসরায়েল সীমান্ত পেরিয়েছ পয়ালিস্তানি সেনা। দু'পক্ষের সংঘর্ষে নিহত শয় শয় মানুষ। সেনা, জঙ্গি ও সাধারণ মানুষ-সহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৫০০। আমি জনতার বাড়ির অভ্যন্তরে ঘুকে জঙ্গিরা হামলা চালাচ্ছে বলেও জানাচ্ছে স্থানীয় সংবাদ সংস্থা। টালমাটাল এই পরিস্থিতিতে সামনে এসেছে ইজরায়েলের একটি হৃদয়ে বিদারক ভিডিও। যুদ্ধের আবহে প্রকাশ্যে আসা এই ভিডিও ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। ভিডিও-এ দেখা যাচ্ছে এক তরুণীকে বাইকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি কান্নাকাটি করছেন। বাঁচার জন্য আর্ত চিৎকার করছিলেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, তরুণী নোয়া আরগামণি। সূত্রের খবর ২৫ বছরের ওই তরুণীকে ইসরায়েল থেকে অপহরণ করেছে হামাস জঙ্গিরা।