'সন্ত্রাসবাদে মদত নয়', পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে পাশে নিয়ে ইসলামাবাদকে হুঁশিয়ারি জয়শঙ্করের

Published : Jan 20, 2026, 11:20 AM IST

S Jaishankar On Poland: সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান। জঙ্গি রাষ্ট্রের পাশে দাঁড়ানো নিয়ে এবার পোল্যান্ড কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
পাকিস্তান ইস্যুতে জয়শঙ্করের কড়া বার্তা

সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান। তাদের পাশে না দাঁড়ানোর জন্য পোলন্যান্ডকে বিশেষ বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পাকিস্তানের জঙ্গিনীতি থেকে দূরে থাকাই উচিত ওয়ারশ রাজনীতির। সোমবার পোল্যান্ডের বিদেশমন্ত্রী সিকরস্কিকে এই বার্তায় দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

25
ভারত সফরে পোল্যান্ডের বিদেশমন্ত্রী

সূত্রের খবর, তিন দিনের ভারত সফরে এসেছেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী সিকরস্কি। সোমবার ছিল তার সফরের শেষদিন। আর এই সফর শেষের আগে বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই পাকিস্তানের পাশে দাঁড়ানো নিয়ে পোল্যান্ডকে সাফ বার্তা ভারতের। 

35
কী কথা হল দুই বিদেশমন্ত্রীর

জানা গিয়েছে, ভারত ও পোল্যান্ড দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে উঠে এসেছে রুশ-ইউক্রেন যুদ্ধের কথা থেকে শুরু করে জম্মু কাশ্মীরের বিবাদের প্রসঙ্গ। আর দুই দেশের যৌথ বিবৃতিতে কাশ্মীরের সমস্যা মেটাতে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের প্রয়োজন বলেও জানায় ভারত। এমনকি সন্ত্রাসবাদে মদত না দেওয়ার প্রসঙ্গও উঠে এসেছে। আর এখানে সরাসরি ইসলামাবাদের নাম না নেওয়া হলেও ভারত যে ঘুরিয়ে পাকিস্তানকে তোপ দেগেছে সে কথা বুঝতে বাকি রাখেনি ওয়াকিবহাল মহল। 

45
কী বললেন জয়শঙ্কর?

জানা গিয়েছে, সোমবারের বৈঠকে পোল্যান্ডের বিদেশমন্ত্রী সিকরস্কিকে পাশে বসিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর বলেন-''আমরা আশাবাদী, পোল্যান্ড সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে।'' যদিও পাকিস্তানের নাম নেননি ভারতের বিদেশমন্ত্রী। তবু অনেকের মত, জয়শংকর আদতে ইসলামাবাদের কথাই বলতে চেয়েছেন। তা একপ্রকার স্পষ্ট। 

55
আমেরিকাকে কী বার্তা?

তবে শুধু পাকিস্তানই নয়। রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে বারবার ভারতের বিরুদ্ধে উঠছে মদত দেওয়ার অভিযোগ। নয়াদিল্লি নাকি মস্কোকে সহযোগিতা করছে। বারবার এমনই অভিযোগ করছে আমেরিকা। আর এই নিয়ে এবার পাল্টা সুর চড়াল ভারত। আমেরিকার দাবি নস্যাৎ করে ভারতের সাফ জবাব- ‘’রুশ ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে বারবার দোষী বা দায়ী করার বিষয়টা অনায্য।''

Read more Photos on
click me!

Recommended Stories