EPFO ন্যূনতম পেনশন সাড়ে ৭ হাজার! বড় সিদ্ধান্তের পথে সরকার, কবে মিলবে বাড়তি টাকা?

Published : Jan 19, 2026, 12:00 PM IST

দীর্ঘ ১১ বছর ধরে অপরিবর্তিত থাকা EPFO-র নূন্যতম পেনশন এবার বাড়তে চলেছে। সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ইউনিয়নগুলি মুদ্রাস্ফীতির কারণে পেনশন ৭ হাজার থেকে ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছে। 

PREV
15

কবে বাড়বে EPFO পেনশন? দীর্ঘদিন ঘরে জল্পনা চলছে এই নিয়ে। দীর্ঘ ১১ বছ কেটে গেলেও বাড়েনি পেনশন। এই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। এদিকে দীর্ঘদিন ঘরে এই EPFO পেনশন বৃদ্ধির দাবি উঠেছে বিভিন্ন মহলে। এবার মিলল বড় চমক।

25

জানা গিয়েছে, সরকার কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) কর্মীদের পেনশন বৃদ্ধির বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সূত্র মারফত খবর, এবছর বাজেটের সময় বা তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে EPFO পেনশন নিয়ে।

35

বর্তমানে EPFO-র অধীনে কর্মচারী পেনশন প্রকল্পের অধীনে নূন্যতম পেনশন বর্তমানে হাজার টাকা। এটি ২০১৪ সালে স্থির করা হয়েছিল এবং তারপর থেকে অপরিবর্তিত আছে। এবার বৃদ্ধির পথে EPFO পেনশন।

45

ইউনিয়নগুলোর দাবি নূন্যতম পেনশন হাজার টাকা থেকে বৃদ্ধি করা হোক। তাদের দাবি, গত ১১ বছরে মুদ্রাস্ফীতি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এর ফলে খরচ বেড়েছে। তাদের দাবি পেনশন প্রতি মাসে ৭ হাজার থেকে ১০ হাজার করা হোক।

55

বর্তমান নিয়ম বলছে, কর্মচারী এবং নিয়োগকর্তারা প্রত্যেকেই একজন কর্মচারীর বেতন ১২ শতাংশ অবদান রাখেন। নিয়োগকর্তার অবদান ইপিএফের ৩.৬৭ শতাংশ এবং ইপিএসের ৮.৩৩ শতাংশ। সে যাই হোক, এবার বৃদ্ধির পথে EPFO পেনশন। বর্তমানে ৭ থেকে ১০ হাজার টাকা পেনশনের দাবি উঠেছে। এখন দেখার কবে হয় ঘোষণা।

Read more Photos on
click me!

Recommended Stories