জোড়া সুখবর সরকারি কর্মীদের জন্য! বাড়ছে DA থেকে মূল বেতন, পে কমিশন নিয়ে প্রকাশ্যে বড় চমক

Published : Jan 19, 2026, 12:52 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য অষ্টম পে কমিশন নিয়ে নতুন জল্পনা। এই কমিশন কার্যকর হলে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মীদের বেতন ও পেনশন এক ধাক্কায় অনেকটাই বাড়বে। ন্যূনতম মূল বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৩০ বা ৩২ হাজার টাকা হবে।

PREV
15

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য এল নয়া চমক। দীর্ঘদিন ধরে আলোচনায় বেতন কমিশনের খবর। এবার জোড়া সুখবর সরকারি কর্মীদের জন্য। সুবিধা পেতে চলেছেন পেনশন ভোগীরাও।

25

গতবছর ঘোষণা হয়েছিল পে কমিশনের খবর। সেই থেকে এই কমিশন নিয়ে চলছে জল্পনা। ১ জানুয়ারি ২০২৬ বেতন কমিশন কার্যকর করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। তবে, জানানো হয়েছে কমিশন যবেই বাস্তবায়িত হোক না কেন, তা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

35

জানা যাচ্ছে, নয়া কমিশন আসতে আসতে ২০২৭ সালের শেষ ভাগ হবে। বেতন কমিশন চালু হলেও বেতন থেকে পেনশন, সবকিছুই এক ধাক্কায় বাড়বে। পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে X ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই গুণক যা বর্তমানে বেসিক পে-র সঙ্গে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৫৭-র মধ্যে থাকতে পারে, এমনই অনুমান।

45

নেক্টডিজিমের পেরোল সার্ভিস ডিরেক্টর রামচন্দ্রন কৃষ্ণমূর্তির মতে, এই গুণকটি ১.৯ থেকে ২.৫-র মধ্যে থাকবে। অন্যদিকে, কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস-র এমনডির মতে এই ফ্যাক্টর হবে ১.৮৩ থেকে ২.৪৬-র মধ্যে। তা যাই হোক, সব মিলিয়ে বাড়বে বেতন থেকে পেনশন।

55

অনুমান করা যাচ্ছে, এবার অষ্টম পে কমিশন গঠিত হলে ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৩০ বা ৩২ হাজার হবে। তেমনই বাড়বে পেনশন। এবার ন্যূনতম পেনন হবে ২৭ হাজার টাকা। তবে, ঠিক কবে থেকে বাস্তবায়িত হবে এই পে কমিশন তা জানা যায়নি। মেলেনি কোনও নিশ্চিত ঘোষণা।

Read more Photos on
click me!

Recommended Stories