জানা যাচ্ছে, নয়া কমিশন আসতে আসতে ২০২৭ সালের শেষ ভাগ হবে। বেতন কমিশন চালু হলেও বেতন থেকে পেনশন, সবকিছুই এক ধাক্কায় বাড়বে। পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে X ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই গুণক যা বর্তমানে বেসিক পে-র সঙ্গে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৫৭-র মধ্যে থাকতে পারে, এমনই অনুমান।