মোদীর প্রশংসা করলেন জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির সিইও! কী বললেন জেমি ডিমন?

Published : Apr 24, 2024, 01:50 PM IST
modi 03.jpg

সংক্ষিপ্ত

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির সিইও জেমি ডিমন।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির সিইও জেমি ডিমন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসাধারণ নেতৃত্বের প্রশংসা করে জেমি ডিমন জানান, " প্রধানমন্ত্রী বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছেন।" নিউইয়র্কের ইকোনমিক ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে ডিমন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন এবং ভারত সরকারের সাম্প্রতিক উদ্যোগের ইতিবাচক প্রভাবের কথা বলেন।

কিছু মার্কিন কর্মকর্তার অন্য দেশের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করছিলেন তিনি। এবং এর সঙ্গে মোদীর শাসন পদ্ধতিরও তুলনা করেন তিনি।

তিনি জানান, "মোদী ভারতে অবিশ্বাস্য কাজ করেছেন। আমি জানি এখানকার লিবারেল প্রেস তাকে নিয়ে বাজে কথা বলে। তিনি ৪০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন। আমরা যখন মোদীকে নিয়ে ভাষণ দিই তখন তিনি আমাদের থেকে বাণিজ্য চান। ভারতে ৪০ কোটি মানুষ শৌচাগার ছাড়া রয়েছে।

সত্যিই? আর আমরা তাঁকে ভাষণ দিচ্ছি? এবং ভারতের প্রত্যেক নাগরিককে যাতে হাতের ছাপ বা চোখের রেটিনা দিয়ে চেনা যায় তার রেকর্ড রেখেছেন তিনি। প্রায় ৭০ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। হস্তান্তরিত পেমেন্ট চলছে। এ ছারা রয়েছে অবিশ্বাস্য শিক্ষা ব্যবস্থা। এই একজন মানুষ ন্যায়পরায়ণ - শক্ত, "।

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়