বয়স মাত্র ৩৭, মাকে অনুসরণ করে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রার্থী মেহবুবা মুফতির মেয়ে

প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিজবেহারা কেন্দ্র থেকে পিডিপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পেশ করেছেন।
Soumya Gangully | Published : Aug 28, 2024 8:33 PM IST / Updated: Aug 29 2024, 02:49 AM IST
112
প্রথমবার নির্বাচনে প্রার্থী হলেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি

জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে পিডিপি প্রার্থী হিসেবে দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি।

212
জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর রাজনীতিতে প্রবেশ ইলতিজা মুফতির

২০১৯ সালের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল হয়। সেই সময় মেহবুবা মুফতিকে আটক করা হয়। এরপরেই রাজনীতিতে যোগ দেন ইলতিজা মুফতি।

312
৫ বছর আগে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথমবার নির্বাচনে প্রার্থী হলেন ইলতিজা মুফতি

সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এবারই প্রথম জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে প্রার্থী হলেন ইলতিজা মুফতি।

412
জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচন ৩ দফায় হতে চলেছে, ভোটগ্রহণ শুরু ১৮ সেপ্টেম্বর

জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচন ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৩ দফায় চলবে।

512
আবদুল রহমান ভিরির পরিবর্তে বিজবেহারা কেন্দ্রে প্রার্থী হলেন ইলতিজা মুফতি

১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত বিজবেহারা কেন্দ্রে পিডিপি প্রার্থী ছিলেন আবদুল রহমান ভিরি। এবার তাঁর পরিবর্তে এই কেন্দ্রে প্রার্থী হলেন ইলতিজা মুফতি।

612
এবার ইলতিজা মুফতি প্রার্থী হওয়ায় দীর্ঘদিন পর আবদুল রহমান ভিরির কেন্দ্র বদল করা হল

জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচনে অনন্তনাগ পশ্চিম কেন্দ্রে প্রার্থী হলেন আবদুল রহমান ভিরি।

712
দীর্ঘদিন ধরে বিজবেহারা কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী পিডিপি, ফলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ইলতিজা মুফতি

প্রথমবার নির্বাচনে প্রার্থী হওয়ার পর ইলতিজা মুফতি বলেছেন, 'আমার এই কেন্দ্রে প্রার্থী হওয়া মুফতি পরিবারের পক্ষে তাৎপর্যপূর্ণ। এটা আমার জন্য আবেগের মুহূর্ত। আমি সম্মানিত বোধ করছি।'

812
বিজবেহারা কেন্দ্র থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মেহবুবা মুফতি

বিজবেহারা কেন্দ্রে অতীতে পিডিপি প্রার্থী হয়েছিলেন মুফতি মহম্মদ সইদ ও মেহবুবা মুফতি। ঠাকুর্দা ও মায়ের পুরনো কেন্দ্রেই এবার প্রার্থী ইলতিজা মুফতি।

912
ঠাকুর্দা ও মায়ের কেন্দ্রে প্রার্থী হতে পেরে গর্বিত বোধ করছেন ইলতিজা মুফতি

ইলতিজা মুফতি বলেছেন, 'এই কেন্দ্রে প্রার্থী হয়ে আমি পরিবারের ঐতিহ্য বজায় রাখতে পারলাম। এর জন্য আমার বিশেষ অনুভূতি হচ্ছে।'

1012
জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচনে মেহবুবা মুফতি প্রার্থী না হওয়ায় ইলতিজা মুফতিকে সুযোগ দেওয়া হল

মেহবুবা মুফতি বলেছেন, জম্মু ও কাশ্মীর ফের পূর্ণ রাজ্যের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হবেন না। এই কারণেই এবার ইলতিজা মুফতিকে প্রার্থী করা হল।

1112
জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচনে প্রধান আকর্ষণ ইলতিজা মুফতি

মেহবুবা মুফতির মেয়ের নির্বাচনে প্রার্থী হওয়ার খবর জম্মু ও কাশ্মীরে সাড়া ফেলে দিয়েছেন।

1212
জম্মু ও কাশ্মীরে এবারের বিধানসভা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী পিডিপি

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বজায় থাকাকালীন বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল পিডিপি। এবারও ভালো ফলের লক্ষ্যে মেহবুবা মুফতির দল।

Share this Photo Gallery
click me!

Latest Videos