ফের রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে, জঙ্গিদের গুলিতে আহত সেনা জওয়ান, সকালে শহিদ ৫ জওয়ান

সোমবার সকালে জঙ্গিদের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ জওয়ান শহীদ হওয়ার প্রায় দুই কিলোমিটার দূরে আরও একটি অভিযান চলছে। 

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি সেনাবাহিনীর। আরও একটি সংঘর্ষে একজন সেনা জওয়ান আহত হয়েছেন। সকালে একই এলাকায় চলা আরেকটি অভিযানে জঙ্গিরা একজন জেসিও-সহ পাঁচজন সেনা জওয়ানকে হত্যা করে। 

প্রথম অভিযানস্থল থেকে দুই কিলোমিটার দূরে দ্বিতীয় অভিযান

Latest Videos

সোমবার সকালে যেখানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ জওয়ান শহিদ হয়েছেন, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরও একটি অভিযান চলছে। এখানেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে একজন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য

প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একজন জেসিও এবং চারজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁরা মারা যান। তিনি জানান, সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট এলাকার ডিকেজির নিকটবর্তী গ্রামগুলিতে অভিযান শুরু করেছিল। গোয়েন্দা তথ্য ছিল যে, ওই এলাকায় জঙ্গিরা উপস্থিত রয়েছে। এই তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা সেনাদের উপর হামলা চালায়। 

সকালে পাঁচ জওয়ান শহিদ 

সংবাদ সংস্থাগুলির মতে, পীর পাঞ্জাল রেঞ্জের রাজৌরি সেক্টরে সন্ত্রাসবিরোধী অভিযানে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং চারজন সেনা জওয়ান শহিদ হয়েছেন।

রবিবার ১৬টি স্থানে এনআইএ-এর অভিযান

জঙ্গি সংগঠনগুলোর উপর নজরদারি জোরদার করেছে এনআইএ। রবিবার জম্মু-কাশ্মীরে ১৬টি স্থানে অভিযান চালিয়েছে এনআইএ। এই অভিযান শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম এবং বারামুলায় চালানো হয়। 'ভয়েস অফ হিন্দ' পত্রিকা প্রকাশের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এই পত্রিকা ভুয়া খবর ছড়িয়ে মানুষকে উস্কানি দিচ্ছিল। পত্রিকাটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে অনলাইনে প্রকাশিত হচ্ছে। এরপর এনআইএ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়।

সাধারণ নাগরিকদের লক্ষ্য করে জঙ্গিরা

৭ অক্টোবর শ্রীনগরের ঈদগাহ এলাকার একটি স্কুলে ঢুকে দুই শিক্ষক, অধ্যক্ষ সুপিন্দর কউর এবং শিক্ষক দীপক চাঁদের হত্যা করে জঙ্গিরা। জঙ্গিরা তাদের পরিচয়পত্র পরীক্ষা করে মাথায় গুলি করে। এর আগে শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় বিখ্যাত ফার্মাসিস্ট মাখনলাল বিন্দ্রুকে তাঁর ঔষধের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ৬৮ বছর বয়সী বিন্দ্রু ৯০-এর দশকেও কাশ্মীর ছাড়েননি, যখন সন্ত্রাস চরমে ছিল। 

বিন্দ্রু-র উপর হামলার কয়েক ঘণ্টা আগে জঙ্গিরা আওয়ান্তিপোরার হাওলা এলাকায় বিহারের বীরেন্দ্র পাসোয়ানকে হত্যা করে। মূলতঃ ভাগলপুরের বাসিন্দা বীরেন্দ্র ভেলপুরি এবং ফুচকার দোকান চালাতেন। বীরেন্দ্র-র হত্যার কয়েক মিনিট আগে জঙ্গিরা বান্দিপোরার মহম্মদ শফি লোনকে গুলি করে হত্যা করে।

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি