গোয়া নিয়ে নেহেরুর বিতর্কিত মন্তব্য, ফিরে দেখা গোয়ার স্বাধীনতার দিনগুলি

Published : Feb 08, 2022, 06:09 PM ISTUpdated : Feb 08, 2022, 06:12 PM IST
গোয়া নিয়ে নেহেরুর বিতর্কিত মন্তব্য, ফিরে দেখা গোয়ার স্বাধীনতার দিনগুলি

সংক্ষিপ্ত

সেই সময় গোয়াতে সত্যাগ্রহ আন্দোলন হচ্ছিল। কিন্তু সেই আন্দোলনেও নেহেরুর কোনও সমর্থন ছিল না। সেই সময় ৭০ আন্দোলনকারীকে পর্তুগীরা হত্যা করেছিল।

রাজ্যসভায় বাজেট অধিবেশনে (Budget session 2022) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)  কংগ্রেসকে তুলোধনা করেন। তিনি সুর চড়িয়ে আক্রমণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে(First PM Jawaharlal Nehru)। নরেন্দ্র মোদীর অভিযোগ গোয়ার স্বাধীনতায় (Goa Libaration) দেরির প্রধান ও মূল কারণই হলেন নেহেরু। তাঁর অভিযোগ সেই সময় নেহেরু গোয়ার কথা না ভেবে আন্তর্জাতিক স্তরে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে বেশি ব্যস্ত ছিলেন। 

শুধু নরেন্দ্র মোদী বা বিজেপি নয়। প্রায় একই ধারনা পোষণ করেন অনেকে। সেখানে তাঁরা তুলে ধরেন গোয়ার স্বাধীনতার আন্দোলন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্তব্য। কারণ গোয়ায় যখন আন্দোলন চলছিল, সেই সময় পর্তুগীজরা আন্দোলনকারী গোয়ানিজদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নেহেরুর কাছে প্রবল ভাবে দাবি জানান হয়েছিল সেনা পাঠানোর। কিন্তু তাতে কোনও সাড়া দেননি নেহেরু। তিনি সেনা পাঠাননের না বলে স্পষ্ট করে জানিয়েছিলেন। 

সেই সময় গোয়াতে সত্যাগ্রহ আন্দোলন হচ্ছিল। কিন্তু সেই আন্দোলনেও নেহেরুর কোনও সমর্থন ছিল না। সেই সময় ৭০ আন্দোলনকারীকে পর্তুগীরা হত্যা করেছিল। সেই সময় নেহেরু বলেছিলেন ভারতীয় সেনা গোয়াতে যাবে না। উত্তাল গোয়া থেকে অনেক বাসিন্দাই প্রাণ হাতে নিয়ে ছেড়ে এসেছিলেন। কিন্তু গোয়ার সত্যাগ্রহীদের তীব্র সমালোচনায় অনড় ছিলেন তিনি। 

নেহেরুর হাত ধরে গোয়ার আন্দোলনে কোনও সমর্থন জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসও মুখ ফিরিয়ে নিয়ে ছিল গোয়ার দিক থেকে। সেই সময় কংগ্রেসের এই আচরণের যেথেষ্টই হতাশ হয়েছি গোয়ার বাসিন্দারা। নরেন্দ্র মোদীর অভিযোগ ছিল সেই সময় নেহেরু গোয়ার মানুষদের বিরুদ্ধে যেসব সেসব কথা বলেছিলেন তা খুব একটা শ্রেয় ছিল না। 

সেই সময় নেহেরু বলেছিলেন সেই সময় যারা সত্যাগ্রহীদের অনুসরণ করে গোয়ায় যাচ্ছে তাদের জন্য তার শুভেচ্ছা রয়েছে। কিন্তু সত্যাগ্রহীদের পিছনে পিছনে যারা গোয়ায় যাচ্ছে তাদের সমর্থন করবে না সেনা বাহিনী।  

মোদী বলেন কংগ্রেস মানেই গান্ধী ও নেহেরু পরিবার। একটি পরিবারের ইতিহাস নিয়েই চর্চা করে। তাই দেশের অনেক বীর গাথা বাদ রয়েছে। একই সঙ্গে তিনি কংগ্রেসের সমর্থকদেরও তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়ন বাধা দিয়েছিল। এখনন বিরোধী দলে থাকার সময়ই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি বলেন কংগ্রেস যদি দেশের ধারনা না মানে তাহলে দলের নাম থেকে জাতীয় কংগ্রেস শব্দটি বাদ দিয়ে দেওয়া উচিৎ। 

হুন্ডাই-এর কাশ্মীর পোস্ট নিয়ে কথা বলতে ফোন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর, জানালেন এস জয়শংকর

'উত্তরপ্রদেশে হারলে, দেশেও বিজেপি হারবে', লখনউয়ের সভা থেকে দিল্লি জয়ের ডাক মমতার

কংগ্রেস না থাকলে কী হত, রাজ্যসভায় এই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত