Delhi Protest: যন্তরমন্তরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, দেখা করতে পারে অভিষেকের সঙ্গেও

দিল্লি পুলিশ যন্তর মন্তরে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীদের ৩০ মিনিটের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে। বিক্ষোভকারীরা ২০০৯ সালের চাকরিপ্রার্থী।

 

রাজঘাটে যখন কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ধর্না বিক্ষোভ চলছে তখনই কিছুটা দূরেই রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে অবস্থান চলছে চাকরিপ্রার্থীদের। সোমবার গান্ধীজয়ন্তীতে যন্তর মন্তরে রাজ্য সরকার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থমিক চাকরিপ্রার্থীরা। যদিও এদিন চাকরিপ্রার্থীদের যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়ায় দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কারণ যন্তর মন্তরে তৃণমূলও ধর্নার অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেয়নি তৃণমূল কংগ্রেস।

দিল্লি পুলিশ যন্তর মন্তরে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীদের ৩০ মিনিটের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে। বিক্ষোভকারীরা ২০০৯ সালের চাকরিপ্রার্থী। যন্তর মন্তরের পর তাদের যাওয়ার কথা রয়েছে রাজঘাটে। সেখানে গান্ধীর জন্মদিনে তারা গান্ধীজির স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানাবে। দেখা করতে চায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা নিয়োগে দুর্নীতির অভিযোগ জানাবেন। তাদের প্রতি বঞ্চনার অভিযোগ জানাবেন।

Latest Videos

চাকরি প্রার্থীদের বক্তব্য হল দীর্ঘদিন ধরেই তারা বঞ্চিত। এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা বঞ্চিত। তারা অভিষেকের কাছে যখনই গেছে তখনই তাদের গ্রেফতার করা হয়েছে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, অভিষেক দিল্লিতে এসেছে কেন্দ্রের বঞ্চনার প্রতি অভিযোগ জানাতে। তাই এবার চাকরিপ্রার্থীরা এবার আবার তার কাছে অভিযোগ জানাবেন।

সোম ও মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতি অভিযোগ জানাতে কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। সোমবার দুপুর দেড়টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গান্ধীজির স্মৃতিসৌঘে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। তারপরই শুরু হয় অবস্থান বিক্ষোভ। রাজঘাটে তৃণমূল কংগ্রেসের ধর্না অবস্থানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলেশ মানেই হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দফতর। যদিও দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ নেতা কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মত। কারণ কলকাতা থেকে ৫০টিরও বেশি বাসে করে দলের কর্মী সমর্থক ও ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষোভকারীরা কালো ব্যাজ পরে ও প্ল্যাকার্ড হাতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। নেতৃত্বে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভের সামনের সারিতে উপস্থিত ছিলেন।

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury