110
আরজি কর মামলার শুনানি
মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্র আরজি কর মামলা শোনেন।
Subscribe to get breaking news alertsSubscribe 210
চালান বিতর্ক
আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট নির্যাতিতার ময়নাতদন্তের চালান নিয়ে প্রশ্ন তুলেছিল। রাজ্য সেই চালান জমা দিতে পারেনি শীর্ষ আদালতে।
310
আগের শুনানিতে রাজ্যের আইনজীবীর বক্তব্য
আগের শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেছিলেন, ময়না তদন্তের চালান বর্তমানে তাঁর কাছে নেই। তবে সেটি হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল।
410
আজ কপিল সিবালের বক্তব্য
আজ সুপ্রিম কোর্টে কপিল সিবাল চালান ইস্যুতে অনেকটা পিছিয়ে আসেন।
510
ভুল স্বীকার
এবার চালান ইস্যুতে সুপ্রিম কোর্টে ভুল স্বীকার করেন কপিল সিবাল। একই সঙ্গে হলফনামা জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।
610
আদালত হতাশ
এদিন সুপ্রিম কোর্ট চালান ইস্যুতে রীতিমত হতাশা প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি বলেন, 'আমরা ব্যাখ্যা চাই না।'
710
আরজি কর নিয়ে বিতর্ক
তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, ময়নাতদন্ত থেকে শুরু করে হাই কোর্টে চালান জমা, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ছিলই।
810
চালান প্রসঙ্গ
আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট চালান প্রসঙ্গ তোলে। সুপ্রিম কোর্টের কথা ছিল চালান না থাকলে সঠিক তথ্য পাওয়া যাবে না বলেও জানিয়েছিলেন।
910
চালান প্রসঙ্গ
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট চালান প্রসঙ্গ তোলে। জানতে চায় ময়না তদন্তের চালান কোথায়।
1010
জবাব দেন কপিল সিবাল
বাবে স্পষ্টভাবে ভুল স্বীকার করে নিলেন কপিল সিব্বল। তিনি বলেন,১৯৯৭ সালের পর থেকে ময়নাতদন্তের চালান বন্ধ। হাই কোর্টে চালান পেশ হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী, ময়নাতদন্ত ও সেই সংক্রান্ত যাবতীয় তথ্য, দেশের পাশ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর বিবরণ আদালতে দেওয়া হয়েছে।