Karnataka election 2023: 'কংগ্রেসের উন্নয়ন কেবল খাতায় কলমে', কর্নাটকে দাঁড়িয়ে কংগ্রেসকে বেনজির আক্রমণ মোদীর

রবিবার শিবমোগায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন যে তিনি পুরো কর্ণাটককে আশ্বস্ত করতে চান যে তাঁর দল আন্তরিকভাবে এটির বিকাশ করবে এবং এর প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

Web Desk - ANB | Published : May 7, 2023 1:22 PM IST

কর্নাটকে শেষ মুহূর্তের প্রচারে মোদী। আজই দক্ষিণের সফর সেরে দিল্লির পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। তার আগে কর্ণাটকের শিবমোগায় একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভায় কংগ্রেসকে একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের যাবতীয় প্রতিশ্রুতির ভিত আদতে 'মিথ্যা' বলেও দাবি করলেন তিনি। পাশাপাশি গেরুয়া দল কর্ণাটকের জনগণের জন্য তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে কঠোর পরিশ্রম করছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার শিবমোগায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন যে তিনি পুরো কর্ণাটককে আশ্বস্ত করতে চান যে তাঁর দল আন্তরিকভাবে এটির বিকাশ করবে এবং এর প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কংগ্রেসের নীতির তুলনায় মহিলাদের ক্ষমতায়ন, কৃষকদের উন্নয়নে বিজেপির কাজকেও তুলে ধরেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন,'শিবমোগ্গার এই ভূমি থেকে, আমি পুরো কর্ণাটককে আশ্বস্ত করতে চাই,যে আপনি আমাকে যে ভালবাসা দিয়েছেন, আপনি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন…আমি কর্ণাটকের উন্নয়ন করব এবং আপনাদের তা ফিরিয়ে দেব। পাশাপাশি এদিন কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন তিনি। মোদী বলেন,'কংগ্রেস কোনও দিনও এরাজ্যে উন্নয়ন করেনি। ওঁদের উন্নয়ন, ওঁদের রাজনীতি সব খাতায় কলমে।' তিনি আরও বলেন,'কংগ্রেস চিরকাল কেবল মিথ্যা প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছ। বিজেপি এ রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছে। আজ কংগ্রেসের সমস্ত মিথ্যা প্রকাশ্যে।'

এখানেই শেষ নয়, কংগ্রেসের ১০ লাখ কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে এই দলের থেকে কর্নাটকবাসীকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,'কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে বেসরকারি খাতে ১০ লক্ষ চাকরি দেবে। মানে প্রতি বছর দুই লাখ চাকরি। এটি একটি নির্লজ্জ মিথ্যা।' তিনি আরও বলেন,'বিজেপি সরকার কর্ণাটকে ৩.৫ বছর ধরে শাসন করেছে, এবং প্রতি বছর ১৩ লক্ষেরও বেশি আনুষ্ঠানিক চাকরি তৈরি হয়েছে। এর মানে কংগ্রেস কর্ণাটককে রিভার্স গিয়ারে ফেলবে।'

আরও পড়ুন -

কর্ণাটকের ভোট প্রচারের মধ্যেই সুদান থেকে উদ্ধার হওয়া ভারতীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনা প্রধানমন্ত্রী মোদীর

কংগ্রেস ভয় পেয়ে সনিয়াকে প্রচার-মাঠে নামিয়েছে, নাম না করে কটাক্ষ মোদাীর

কর্ণাটক সার্বভৌম- এই শব্দের অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে তুলোধনা নেটিজেনদের

Share this article
click me!