বাংলার মোশারফের পর কর্নাটকের বিজয়লক্ষ্মী, ধর্ষণরোধী জুতো বানিয়ে তাক লাগিয়ে দিলেন দশম শ্রেণীর ছাত্রী

এই জুতোটির আবিষ্কর্তা কর্নাটক রাজ্যের এই দশম শ্রেণির ছাত্রী। বিজয়লক্ষ্মীর আগে ২০২০ সালে অনেকটা একই ধরনের ক্ষমতাসম্পন্ন ধর্ষণরোধী জুতো তৈরি করে খ্যাতি অর্জন করেছিলেন বঙ্গ সন্তান মোশারফ। 

বিশ্বের প্রথম ধর্ষণরোধী যন্ত্র ‘শি’ (SHE অর্থাৎ Society Harnessing Equipment) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন দক্ষিণ ভারতের চেন্নাই শহরের প্রযুক্তিবিদ্যার শিক্ষার্থী মনীষা মোহন, নীলাদ্রি বসু বল এবং রিম্পি ত্রিপাঠী। এবার ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাটন হাতে তুলে নিলেন এক মেধাবী স্কুল পড়ুয়া। তিনিও দক্ষিণ ভারতেরই কন্যা, নাম বিজয়লক্ষ্মী বিরাদর।

মহিলারা সহজেই ধর্ষণ বা যেকোনও প্রকারের যৌন হেনস্থা আটকে দিতে পারবেন শুধুমাত্র একটি বিশেষ জুতো পায়ে গলিয়ে। এই জুতোটির আবিষ্কর্তা কর্নাটক রাজ্যের এই দশম শ্রেণির ছাত্রী। বিজয়লক্ষ্মী বিরাদর নামে এই শিক্ষার্থী বর্তমানে কর্নাটকের কালবুর্গির একটি স্কুলে পাঠরতা। তাঁর দাবি, সমস্ত মহিলাদের ধর্ষণ বা হেনস্থাকারীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে এই বিশেষ গুনসম্পন্ন জুতো।


 

Latest Videos

উল্লেখ্য, বিজয়লক্ষ্মীর আগে ২০২০ সালে অনেকটা একই ধরনের ক্ষমতাসম্পন্ন ধর্ষণরোধী জুতো তৈরি করে খ্যাতি অর্জন করেছিলেন এক বঙ্গ সন্তান। তাঁর নাম, মোশারফ। ব্যান্ডেলের রাজহাটের মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্র মোশারফ টানা দু’বছর ধরে গবেষণা চালিয়ে তৈরি করে ফেলেছিলেন মাত্র ৮০০ টাকা দামের এই জুতো।

বিজয়লক্ষ্মী বিরাদর জানিয়েছেন, কোনও ব্যক্তি যদি কোনও মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন, তাঁর হাত থেকে বাঁচতে ওই জুতো দিয়ে হামলাকারীকে লাথি মারলে জুতোয় লাগানো ব্যাটারি থেকে নিচের দিকে বিদ্যুৎ সৃষ্টি হবে। সেই সৃষ্ট বিদ্যুৎ ওই হেনস্থাকারী ব্যক্তিকে ঝটকা দেবে। অথচ, যিনি জুতো পরে থাকবেন, জুতোর বিদ্যুতের দ্বারা তার শরীরে কোনও ক্ষতি হবে না, উলটে হামলাকারীকে বিদ্যুতের ঝটকা দেবে এই জুতো, ফলত হামলাকারী দুর্বল হয়ে পড়বেন, এর ফলে স্বাভাবিকভাবেই হামলাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনেক সহজ হবে। কেউ হেনস্থা করতে এলে, বিশেষ কায়দায় অন করে নেওয়া যাবে, জুতোর মধ্যে থাকা সুইচ। আর তার পরেই দেওয়া যাবে মোক্ষম আঘাত।

বিদ্যুতের ঝটকা দেওয়া ছাড়াও, এই জুতোতে থাকছে জিপিএস ব্যবস্থা। কোনও মহিলা বিপদে পড়লে সেই জিপিএস থেকে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে বার্তা পৌঁছে যাবে। জুতো পরিহিতা কোথায় রয়েছেন, তাঁর বর্তমান অবস্থানও জানিয়ে দেবে এই জুতো।


 

বিজয়লক্ষ্মীর এক শিক্ষিকা জানিয়েছেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় এই জুতো নিয়ে কাজ করা শুরু করেন বিজয়লক্ষ্মী। এই কাজের জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁর এই উদ্ভাবনীর জন্য সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন এক্সপো পুরস্কারও লাভ করেছেন এই কৃতি ছাত্রী।


আরও পড়ুন-
শুক্রবার রাতেই কলকাতায় অমিত শাহ, ভাইস চেয়ারম্যান পদে মমতা বন্দ্যোপাধ্যায়
বঙ্গে চলছে বড়দিনের প্রতীক্ষা, তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও জাঁকিয়ে শীত এখনও অধরা

হোয়াটসঅ্যাপের ডেটা লিক হয়নি, হ্যাকারের জল্পনা উড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের এবার নিশ্চিন্ত করল অ্যাপ কর্তৃপক্ষ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury