বছর শেষে দারুণ খবর! মিলবে ২৪ হাজার টাকা, রাজ্যের মহিলাদের জন্য নয়া স্কিমের ঘোষণা সরকারের

এবার মহিলাদের প্রতি মাসে ₹২০০০ করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বছরে ₹২৪,০০০ পাবেন, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। APL/BPL পরিবারের গৃহিণীরা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন।

Sayanita Chakraborty | Published : Dec 3, 2024 11:03 AM IST / Updated: Dec 03 2024, 04:44 PM IST
110

মমতা সরকার ভাতার বিষয় সারা দেশ জুড়ে খ্যাতি পেয়েছে। বিভিন্ন প্রকল্পের কারণে প্রশংসিত হয়েছেন সর্বত্র।

210

মমতা সরকারের আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে তরুণের প্রকল্প। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার।

310

এবার লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করে গৃহলক্ষ্মী যোজনা নিয়ে এল সরকার। প্রতি মাসে মিলবে ২ হাজার টাকা করে। মহিলারা পাবেন এই সুবিধা।

410

গৃহলক্ষ্মী যোজনা হল কর্নাটক সরকারের এক বিশেষ প্রকল্প। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করে তুলতে এল গৃহলক্ষ্মী যোজনা।

510

গৃহলক্ষ্মী যোজনায় বছরে ২৪ হাজার টাকা পাবেন কর্ণাটক রাজ্যের মহিলারা। কর্ণাটকের বাসীন্দা হলেই মিলবে এই ভাতার টাকা।

610

গৃহলক্ষ্মী যোজনা পেতে আবেদনকারীকে APL (Above Poverty Line) বা BPL (Below Poverty Line) পরিবারের সদস্য হতে হবে। শুধুমাত্র পরিবারের গৃহিণী বা মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

710

https://sevasindhugs1.karnataka.gov.in/gl-sp/ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্মটি ফিলাআপ করুন। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে মিলবে ভাতা।

810

গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটকের মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মহিলাদের আর্থিক সাহায্য দেবে।

910

গৃহলক্ষ্মী যোজনা প্রকল্পে প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মহিলাদের স্বাবলম্বী করবে।

1010

এবার কর্ণাটকের মহিলারা বছরে পাবেন ২৪ হাজার টাকা। প্রতি মাসে পাবেন ২ হাজার টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos