কেন্দ্র সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সোলার চুলা প্রকল্প চালু করছে। এই প্রকল্প পরিবেশ রক্ষায় সহায়ক এবং মহিলাদের রান্নাঘরে সুবিধা প্রদান করবে। আবেদনের জন্য Indian Oil Corporation-এর ওয়েবসাইটে ভিজিট করুন।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো দেশব্যাপী মহিলাদের জন্য নানান প্রকল্প নিয়ে আসছে। বিভিন্ন ভাতা চালু হচ্ছে সাধারণের জন্য।
215
মমতা সরকার মহিলাদের দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে হাজার টাকা করে দিচ্ছে সরকার। তেমনই অন্য রাজ্য চালু মাঝি লাডলি বহন স্কিম।
315
এবার মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিল সরকার। চালু হচ্ছে সোলার চুল্লা প্রকল্প।
415
মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাতি পেল ‘বিনামূল্যে সোলার স্টোভ প্রকল্প’।
515
যা মহিলাদের রান্নাঘরে সুবিধা প্রদান করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সহায়ক হবে। এই প্রকল্পের অধীনে, সরকার বিনামূল্যে মহিলাদের সোলার স্টোভ দেবে।
615
এই স্টোভারে বাজার মূল্য ১৫ হাজার থেকে ২০ বাজার। কিন্তু, প্রকল্পের মাধ্যমে তা বিনামূল্যে দেওয়া হবে।
715
এখন গ্যাস সিলিন্ডারের পরিবর্তে সোলার ব্যবহার করে রান্না করতে পারেন। এতে অর্থনৈতিক ভাবে সাশ্রয়ীও হবেন। ভারতীয় অয়েল কর্পোরেশন এই প্রকল্প তৈরি করেছেন।
815
তিন ধরনের সোলার স্টোভ বাজারে এসেছে। ডাবল বার্নার সোলার কুকটপ, ডাবল বার্নার হাইব্রিড কুকটপ, সিঙ্গল বার্নার সোলার কুকটপ।
915
এই গ্যাসে রান্না করলে মহিলারা সময় বাঁচাতে পারবেন। পুনঃনবীকরণযোগ্য শক্তি ব্যবহারে পরিবেশ রক্ষা হবে। এই স্টোভগুলো স্টেশনারি, রিচার্জেবল ও ইনডোর কুকিংয়ের জন্য ডিজাইন করা।
1015
এই সুবিধা পেতে চাইলে সবার আগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েব সাইটে যান। সেখানে সোলার কুকিং স্টোভ লিঙ্কে ক্লিক করুন।
1115
অনলাইনে এভাবে আবেদন করুন। সেখানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের পাস বই দিতে হবে।
1215
আপলোড করা হয়ে গেলে জমা দিন বটানে ক্লিক করুন।
1315
তারপর মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। এই প্রকল্পের সুবিধা পেলে বাঁচবে গ্যাস কেনার খরচ।
1415
শহর ও গ্রামাঞ্চলের মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস ছাড়া নিরাপদ ভাবে রান্না করতে পারবেন তারা।
1515
সোলার স্টোভ প্রকল্পের দ্বারা মহিলাদের অর্থনৈতির সঞ্চয় হবে সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে সক্ষম হবেন।