Water Fasting: ৬ মাস ধরে শুধু জল খেয়ে ওজন কমানোর চেষ্টা, কেরলের অষ্টাদশীর মর্মান্তিক পরিণতি

Published : Mar 11, 2025, 11:12 PM ISTUpdated : Mar 11, 2025, 11:20 PM IST
salt water drink

সংক্ষিপ্ত

Kerala News: সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট দেখে ব্যক্তিগত জীবনে সবকিছু অনুসরণ বা অনুকরণ করতে যাওয়া অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কেরলের এক অষ্টাদশীর ক্ষেত্রে ঠিক সেটাই হল।

Water Fasting: সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট দেখে উৎসাহিত হয়ে কারও সঙ্গে পরামর্শ না করেই ডায়েট (Diet) চালিয়ে যাওয়ার চরম মূল্য দিলেন কেরলের (Kerala) থালাসেরির ১৮ বছর বয়সি এক মেয়ে। তিনি প্রায় ৬ মাস ধরে কোনও ভারী খাবার খাননি। শুধু জল (Water Fasting) খেয়ে থাকছিলেন। এর ফলে তাঁর ওজন ক্রমশঃ কমছিল। রুগ্ন হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। ১২ দিন ধরে আইসিইউ-তে থাকার পর শেষপর্যন্ত প্রাণ হারালেন এই তরুণী। চিকিৎকদের মতে, এই তরুণী অ্যানরেক্সিয়া নার্ভসায় (Anorexia nervosa) আক্রান্ত হয়েছিলেন। তাঁর শরীরে আর কোনও শক্তি অবশিষ্ট ছিল না। এই কারণে অসুস্থ হয়ে পড়ার পর তাঁর পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি। জীবন দিয়ে ডায়েটের মূল্য চোকাতে হল।

শুধু জল খেয়ে থাকলে কী হয়?

চিকিৎসকদের মতে, কোনও ব্যক্তি যদি ৭২ ঘণ্টার বেশি সময় শুধু জল খেয়ে থাকেন, তাহলে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স-সহ বিভিন্ন ধরনের গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া এরকম ডায়েট করা উচিত নয়। কারও গেঁটে বাত, ডায়াবেটিস, খাওয়ার সময়ের তারতম্য থাকলে এরকম ডায়েট করা বিপজ্জনক। কেরলের এই মেয়েটার ক্ষেত্রেও ঠিক সেটাই হল। তাঁকে থালাসেরি কো-অপারেটিভ হসপিটালে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি প্রাণ হারান। 

কী বলছেন চিকিৎসকরা?

থালাসেরি কো-অপারেটিভ হসপিটালের চিকিৎসক নাগেশ মনোহর প্রভু জানিয়েছেন, ‘মেয়েটার ওজন কমে গিয়ে মাত্র ২৪ কিলোগ্রাম হয়ে গিয়েছিল। তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তাঁর শরীরে শর্করার মাত্রা, সোডিয়ামের মাত্রা, রক্তচাপ মারাত্মক কমে গিয়েছিল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, এই তরুণী প্রায় ৬ মাস ধরে শুধু গরম জল খেতেন। পরিবারের কাউকে এই ডায়েটের কথা জানাননি। তিনি অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সবাই সে কথা জানতে পারেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!