৯ দিনে একবারও আসেনি ফোন, আটলান্টিক মহাসাগরে নিখোঁজ কেরলের যুবক

কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী ভিএন ভাসাভান জানিয়েছেন জাস্টিন খোঁজ চালাতে দেশের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাকে ফিরেয়ে আনারও যাবতীয় চেষ্টা করছে সরকার।

সম্প্রতি কেরলে পাহাড়ের খাঁজে আটকে পড়া এক ট্রেকারকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এমনকী যাকে উদ্ধার করতে গিয়ে হিমশিম খায় ভারতীয় সেনাও। এমতাবস্থায় এবার আটলান্টিক সাগরে কেরলের এক যুবকের নিখোঁজের ঘটনায় বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, ওই যুবক আদপে কোট্টায়ামের বাসিন্দা। জাস্টিন কুরুভিলা নামে ওই যুবক জাহাজে করে  আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় নিখোঁজ হন বলে জানা যায়। তিনি স্ট্রিম আটলান্টিক জাহাজের একজন সহকারী হিসাবে কাজ করতেন বলেও জানা গিয়েছে। কিন্তু বিগত ৯ দিন ধরে তার খোঁজ মিলছে না।

তবে জাস্টিনের আত্মীয় পরিজনেরা জানাচ্ছেন গত শনিবারই তারা এই বিষয়ে জানতে পেরেছেন। তখনই তারা জানতে পারেন  তিনি আফ্রিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বেরিয়েছেন। এমনকী যাত্রাপথে কোনও সমস্যা নেই। কিন্তু আচমকাই তার নিখোঁজ হওয়ার খবরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার পরিজনদের মধ্যে। এদিকে এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য বিদেশ মন্ত্রকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে জাস্টিনের পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যেই কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী ভিএন ভাসাভান জানিয়েছেন জাস্টিন খোঁজ চালাতে দেশের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাকে ফিরেয়ে আনারও যাবতীয় চেষ্টা করছে সরকার।

Latest Videos

আরও পড়ুন- প্রথম দফার ভোটেই স্পষ্ট উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে বিজেপি, ফের আক্রমণে অখিলেশ

সূত্রের খবর, যে জাহাজ থেকে তাঁর নিখোঁজ হওয়ার খবর মিলছে সেই জাহাজেই জাস্টিন সহকারী রাঁধুনির কাজ করতেন। এদিকে ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জাস্টিনের বোন জানান, "জাহাজটি ৩১ জানুয়ারি ডারবান থেকে যাত্রা শুরু করেছিল। দাদা প্রতিদিন আমাদের কল করতেন। কিন্তু শেষ কলটি আসে এক সপ্তাহ আগে। সেদিনের পরে, তিনি আমাদের কলের উত্তর দেওয়া বন্ধ করে দেন।" এদিকে জাস্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর স্বভাবতই চিন্তার ভাঁজ চওড়া হতে থাকে তাদেক পরিবার-পরিজনদের কপালে। তারপরই তারা যোগাযোগ করেন সরকারি আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন- কাটছে বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহান্তেই ফের জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, কলকাতায় কত নামল পারা

এদিকে আবার কেরলে দুর্গম পাহাড়ি ঢালে আটকে পড়া যুবককে দুদিন আগেই উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার বাবু নামে এক যুবক কেরালার মালম্পুজা পাহাড়ের ঢালে আটকে পড়ে। এরপর তাকে উদ্ধারের জন্য রাজ্য সরকারের অনুরোধে সেনার দুটি দল পাঠানো হয়। বুধবার রাতারাতি দুটি দল তৈরি করে উদ্ধারকাজ শুরু করে সেনা জওয়ানরা। তাতেই আসে সাফল্য।

আরও পড়ুন- সত্যিই কী দ্বিতীয় বিয়ে করছেন মদন মিত্র, নাকি কোনও রাজনৈতিক স্টান্ট, জোর গুঞ্জন রাজনৈতিক মহলে

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী
খড়গপুরে রাস্তার উদ্বোধনে দিলীপকে বাঁধা তৃণমূলের, ক্ষোভ উগরে আসল কারণ বলে দিলেন শুভেন্দু