কেরলের (Kerala) পালাক্কাড়ের (Palakkad) চেরাদ পাহাড়ে (Cherad Hill) আটকে এক যুবক। তাকে উদ্ধারের জন্য ডাকা হয়েছে ভারতীয় নৌবাহিনীকে (Indian Navy)।
পাহাড়ের খাঁজে এক অত্যন্ত প্রতিকূল জায়গায় আটকে পড়েছেন কেরলের (Kerala) এক যুবক। ২৪ ঘন্টা কেটে গেলেও উদ্ধার করা যাচ্ছে না তাঁকে। মঙ্গলবার তাঁকে হেলিকপ্টারে করে উদ্ধার করার চেষ্টা করা হয়, কিন্তু, তাতেও লাভ হয়নি। এই অবস্থায় ডাকা হয়েছে ভারতীয় নৌবাহিনীকে (Indian Navy)। ২দিন ধরে যুবকটি আহত অবস্থায় পালাক্কাড়ের (Palakkad) এক পাহাড়ের দুর্গম অংশে আটকে আছেন। তিনি কোনও খাদ্য বা জলও পাচ্ছেন না। হেলিকপ্টার করে এদিন তাঁর কাছে খাবার ও জল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু, জায়গাটি এতটাই দুর্গম, যে কোনওভাবেই ওই যুবকের কাছাকাছি পৌঁছনো যাচ্ছে না।
ঘটনার সূত্রপাত হয়েছিল সোমবার বিকেলে। আটকে পড়া যুবকের নাম বাবু। সোমবার বিকেলে তিনি ও তাঁর দুই বন্ধু চেরাদ পাহাড়ের (Cherad Hill) অন্যতম খাড়া অংশ কুরুম্বাচি পাহাড়ে (Kurumbachi Hill) ওঠার চেষ্টা করেন। অপর দুই বন্ধু অর্ধেক পথ উঠে আর উঠতে পারেনননি। তাঁরা সেখান থেকেই ফিরে এসেছিলেন। তবে, বাবু পাহাড়ের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। তবে, সেই সাফল্য তিনি বেশিক্ষণ উপভোগ করতে পারেননি। দুর্ভাগ্যবশত, তিনি চূড়ায় থাকাকালীন তাঁর পা পিছলে যায়। তিনি অনেকটা নিচে এক দূর্গম অংশে পাথরের খাঁজে পড়ে সেখানে আটকে যান। পড়ে গিয়ে বাবু পায়ে তীব্র আঘাত পেয়েছেন। পেশীতে তীব্র ব্যথা রয়েছে তাঁর। বাবু তাঁর আহত পায়ের ছবিও পাঠিয়েছেন।
সেই থেকে বনকর্মী, দমকলকর্মী এবং স্থানীয় ত্রাণকর্মীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার রাত থেকেই পাহাড়ের নিচে লণ্ঠন জ্বালিয়ে বসে রয়েছে পুলিশ কর্মীরাও। উদ্ধারকর্মীরা সোমবার রাতেই বাবু যেখানে আটকে রয়েছেন, প্রায় তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু, পায়ের ব্যথার জন্য বাবু খাড়া পাহাড় বেয়ে উদ্ধারকারীদের কাছে পৌঁছতে পারেননি। তাই, তাঁকে ছাড়াই নেমে আসতে হয় উদ্ধারকারী দলটিকে। এছাড়া, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (National Disaster Response Force) একটি দলও বর্তমানে ওই পাহাড়ের কাছে শিবির গেড়েছে। বাবুকে উদ্ধারে তারাও হাত লাগিয়েছে। পালাক্কাড় জেলার জেলাশাসক দ্রুত ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এলাকার বিধায়ক শফি পারম্বিল জেলা কর্তৃপক্ষকে অবিলম্বে বাবুর কাছে খাবার ও জল পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে, তা এখনও করা যায়নি। নৌবাহিনীর জওয়ানরা এলে কী বাবুকে উদ্ধার করতে পারবে?