ভিডিয়ো বার্তায় তাঁকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে যে, “২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের দিন হবে ‘ডি ডে’ (বিজয় দিবস) এবং লালকেল্লা হবে ‘গ্রাউন্ড জ়িরো’।"
২০২৪ সালের ২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি নিতে চলেছে ভারত। কিন্তু, ২০২৩ সালেই ভারত থেকে পঞ্জাবকে ‘দখলমুক্ত’ করে দেওয়ার দাবি তুলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে দিলেন খালিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিং পান্নুন।
-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। ‘হিংসা হিংসার জন্ম দেয়, ভারত কি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত’ শিরোনামের ওই ভিডিয়ো বার্তায় তাঁকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে যে, “২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের দিন হবে ‘ডি ডে’ (বিজয় দিবস) এবং লালকেল্লা হবে ‘গ্রাউন্ড জ়িরো’। ২৬ জানুয়ারী বাড়ির ভিতরে থাকুন, নইলে SFJ আপনাকে আটকে দেবে। দিল্লি আমাদের লক্ষ্য । আমরা সেখানে খালিস্তানের পতাকা উত্তোলন করব।” লাল কেল্লার শীর্ষে যদি কেউ খালিস্তানের পতাকা উত্তোলন করে, তাকে তিনি ৫ লক্ষ ডলার (প্রায় ৪ কোটি টাকা) দেবেন বলেও প্রস্তাবও দিয়েছেন।
-
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিন এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুঁশিয়ারি দিয়েছিলেন শিখ নেতা পান্নুন। এ বার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে নয়াদিল্লিতে হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। সম্ভাব্য হামলাস্থল দিল্লির লালকেল্লাও হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন খালিস্তানি নেতা।
-
গুরুপতবন্ত সিং পান্নুনের এই হুমকি বার্তার পরে, আইনজীবী বিনীত জিন্দাল সুপ্রিম কোর্টে শিখ ফর জাস্টিস (SFJ) সংগঠন এবং পান্নুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।