এখন ট্রেনে যাত্রা আরও সহজ হতে চলেছে, নতুন অ্যাপ চালু করল আইআরসিটিসি

এখন অনেকেই ট্রেনের টিকিট বুক করার জন্য রেলের কাউন্টারে যাওয়ার বদলে বাড়িতে বসে কাজ সেরে নেন। ট্রেনের টিকিট বুক করার জন্য অনেক যাত্রীই আইআরসিটিসি অ্যাপের উপর নির্ভর করেন। এই কারণে আইআরসিটিসি অ্যাপকে আরও উন্নত করে তোলা হচ্ছে।

Soumya Gangully | Published : Dec 27, 2024 10:48 AM IST
18
সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং আরও সহজ হয়ে যাচ্ছে

ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের জন্য নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে। এই নতুন অ্যাপের নাম সুপার আইআরসিটিসি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং, পিএনআর স্টেটাস চেক, ট্রেনে যাত্রা করার সময় খাবার অর্ডার দেওয়া, ভ্রমণ সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা সেরে নেওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

28
আইআরসিটিসি-র নতুন অ্যাপের মাধ্যমে সবরকম সুযোগ-সুবিধা পেতে চলেছেন যাত্রীরা

সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে যাত্রীরা যে ধরনের সুযোগ-সুবিধা পেতে চলেছেন, তা এর আগে কোনওদিন পাওয়া যায়নি।

38
সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে দ্রুত ট্রেনের টিকিট বুকিং করা সম্ভব

সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই ট্রেনের টিকিট বুক করা সম্ভব। এই অ্যাপের সাহায্যে যে কোনও দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করা যাবে।

48
আইআরসিটিসি-র নতুন অ্যাপের মাধ্যমে চলন্ত ট্রেনের বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে

সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে চলন্ত ট্রেন কোথায় আছে, কতক্ষণের মধ্যে নির্দিষ্ট স্টেশনে পৌঁছবে, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে।

58
আইআরসিটিসি-র নতুন অ্যাপের মাধ্যমে হলিডে প্যাকেজ, হোটেল বুকিং করা যাবে

সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করা যাবে, হলিডে প্যাকেজ বুকিং করা যাবে, পছন্দমতো খাবার অর্ডার দেওয়া যাবে।

68
অ্যানড্রয়েডের পাশাপাশি আইওএস প্ল্যাটফর্মেও সুপার আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করা যাবে

অ্যানড্রয়েড, আইওএস প্ল্যাটফর্মে বিনামূল্যে সুপার আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করা যাবে। এই অ্যাপের সাহায্যে যাত্রীরা যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।

78
সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ট্রেনের আসন সংখ্যা, গতিপথের মতো তথ্য পাওয়া যাবে

সুপার আইআরসিটিসি অ্যাপে যে কোনও ট্রেনের আসন সংখ্যা, ট্রেনের গতিপথের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

88
ফোনে আইআরসিটিসি-র নতুন অ্যাপ থাকলে যাত্রীদের আর টিকিট বুকিং নিয়ে সমস্যা হবে না

সুপার আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে যাত্রীদের পক্ষে ট্রেনের টিকিট বুকিং সহজতর হচ্ছে। এই অ্যাপেই সবরকম ব্যবস্থা রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos