DA: নতুন বছরই মালামাল সরকারি কর্মীরা, জানুয়ারি থেকেই ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির রিপোর্টে জল্পনা তুঙ্গে

Published : Dec 27, 2024, 04:16 PM IST

এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এখনও অনিশ্চিত। কিন্তু কেন্দ্রীয় সরকারির কর্মীদের জানুয়ারিতে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রায় নিশ্চিত। কিন্তু কত শতাংশ তাই নিয়েই জল্পনা তুঙ্গে। 

PREV
110
ডিএ বা মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘা ভাতা বছরে দুইবার বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি আর জুলাই মাসে।

210
দীপাবলির সময় ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার দীপাবলির সময় দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল। সেই সময় তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান।

310
সুখবর কেন্দ্রের

আবার কবে কেন্দ্রীয় সরকারি ডিএ নিয়ে সুখবর দেবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ সাধারণত বছরে দুইবার ডিএ বৃদ্ধি করা হয়। জানুয়ারি আর জুলাইতে।

410
ডিএ কার্যকর

প্রথম দফা জানুয়ারি থেকে জুন পর্যন্ত, দ্বিতীয় দফায় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডিএ বৃদ্ধি কার্যকর করা হয়।

510
নতুন বছরের নতুন জল্পনা

এবার নতুন বছর কত শতাংশ হারে ডিএ বৃদ্ধি হবে তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে। অক্টোবরে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

610
৫৫ শতাংশ ডিএ

একাধিক রিপোর্টে বলা হয়েছে অক্টোবর মা পর্যন্ত এআইসিপিআই সূচক ১৪৪.৫ হয়েছে। যার কারণে ৫৫.০৫ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে।

710
রয়েছে কিন্তু...

তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে এই সূচক ১৪৫.৩ পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারে। ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসে ৫৬ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করতে পারে সরকা

810
আনুষ্ঠানিক ঘোষণা নেই

যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

910
মূল বেতন

নতুন বছর জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার যদি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করে তাহলে কেন্দ্রের যে কর্মীরা মূল বেতন হিসেবে ১৮০০০ টাকা পান তাদের বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। পেনশনভোগী যারা নূন্যতম ৯০০০ টাকা পেনশন পান তাদের বাড়বে ২৭০ টাকা।

1010
বর্তমান হিসেব নিকেশ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ১৮,০০০ টাকা ও নূন্যতম পেনশন ৯০০০ টাকা এবং সর্বাধিক বেতন ২,৫০,০০০ টাকা ও সর্বাধিক পেনশন ১,২৫,০০০ টাকা। এবার কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ বৃদ্ধি করা হলে ২,৫০,০০০ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মী বাড়তি ৭৫০০ টাকা এবং ১,২৫,০০০ টাকা পেনশন পাওয়া পেনশনভোগী বাড়তি ৩৭৫০ টাকা পাবেন বলে খবর।

click me!

Recommended Stories