দেশের দুই বারের প্রধানমন্ত্রী। পণ্ডিত ব্যক্তি। ভারতের অর্থনীতির পরিবর্তনের স্রষ্টা। কিন্তু কেন তিনি নীল পাগড়ি পরতেন- রইল সেই তথ্য।
28
নীল পাগড়ির রহস্য
মনমোহন সিংকে বেশিরভাগ সময়ই নীল পাগড়ি পরা অবস্থায় দেখা যেত। কিন্তু কেন? নিজেই জানিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছে এর পিছনে কোনও ধর্মীয় কারণ নেই।
38
নীল পাগড়ি
মনমোহন সিং জানিয়েছেন নীল রং তাঁর খুব পছন্দের। আর সেই কারণেই তিনি সর্বদা নীল রঙের পাগড়ি পরতেন।
48
ব্লু টারবান
মনমোহন সিং আরও জানিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করার সময় তিনি নীল রঙের পাগড়ি সর্বদা পরতেন। আর সেই সময় তাঁর সহপাঠী ও বন্ধুরা তাঁর নাম দিয়েছিল ব্লু টারবান বা নীল পাগড়ি।
58
অন্যদাবি
অনেকেই দাবি করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রং নীল। তাই বিশ্ববিদ্যালয়কে সম্মান জানিয়ে তিনি নীল পাগড়ি পরেন।
68
দ্বিতীয় হননি মনমোহন
মনমোহন সিং ক্লাসে কখনই দ্বিতীয় হননি। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর ছিলেন। দায়িত্ব সামলেছেন যোজনা কমিশেনেরও। দেশের অর্থমন্ত্রীও ছিলেন তিনি।
78
ডক্টরেট অফ ল
২০০৬ সালে কেমব্রিত বিশ্ববিদ্যাল থেকে ডক্টরেট অব ল ডিগ্রি পান তিনি। সেই সময়ই তিনি পাগড়ি রহস্যের সমাধান করেছিলেন।
88
শোক প্রকাশ
মনমোহন সিং-এর মৃত্যুতে বিদেশ থেকেও এসেছে শোক বার্তা। বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বিদেশসচিব ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।