Post Office Savings Scheme: ক্ষুদ্র হোক কিংবা মাঝারি উপার্জন। এখন প্রায় সবাই চাই একটু টাকা জমাতে। কিন্তু কোথায় জমাবেন বুঝতে পারছেন না? তাহলে চোখ বন্ধ করে পোস্ট অফিসের এই স্কীমে অ্যাকাউন্ট খুলুন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
উপার্জনের অর্থ থেকে কিছু টাকা আস্তে আস্তে সঞ্চয় করতে চান? কিন্তু কোথায় টাকা জমাবেন বুঝতে পারছেন না? তাহলে পোস্ট অফিসে খুলতে পারেন বিশেষ এই স্কীম। যেখানে মাসে মাসে টাকা জমা করলে রিটার্ন পাবেন আপনি দ্বিগুণ অর্থ। কোন স্কীমে টাকা রাখবেন? তাহলে জানতে হলে পড়ুন আরও বিশদে।
25
পোস্ট অফিস রেকারিং প্ল্যান
বছর পাঁচেকের জন্য যদি আপনি টাকা জমাতে চান তাহলে পোস্ট অফিসে খুলতে পারেন একটি রেকারিং অ্যাকাউন্ট। পাঁচবছরের মেয়াদে এই স্কীমে টাকা রাখলে আপনি বছরে সুদ পাবেন ৬.৭০ শতাংশ হারে। এছাডা়ও আপনি চাইলে তিনবছর পর এই স্কীম বন্ধ করে দিতে পারেন এবং টাকা তুলে নিতে পারেন। তবে অবশ্য সুদের হার সেই সময় কিছুটা কমই মিলবে।
35
রেকারিং ডিপোজিটে বাড়ছে গ্রাহকদের আগ্রহ
এই মুহুর্তে স্বল্প বা দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে বাড়ছে গ্রাহকদের আগ্রহ। কারণ, এই স্কীমে পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুললে মিলবে আকর্ষণীয় হারে সুদ। সেই সঙ্গে আপনার যদি লোনের প্রয়োজন হয় তাও দেবে পোস্ট অফিস। এক্ষেত্রে ১২টি কিস্তির টাকা জমা করার পর আপনি ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন।
জানা গিয়েছে, ভারতীয় ডাক ঘরের এই স্কীমে ত্রৈমাসিক হারে হিসেব করা হয় সুদের হার। কারণ, আরডি স্কীমে গ্রাহকদের জন্য মিলছে ব্যাপক লাভজনক সুবিধা। এখানে আপনি সর্বনিম্ন ৫০০/১০০ টাকা থেকে পাঁচ বছরের মেয়াদে এই স্কীম করতে পারবেন। যা গ্রাহকদের জন্য খুবই লাভজনক।
55
কীভাবে এই অ্যাকাউন্ট খুলবেন?
এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই গ্রাহকদের পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আরডি অ্যাকাউন্ট খোলার জন্য একটি অ্যাপ্লিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সঙ্গে যে টাকার অ্যাকাউন্ট খুলবেন সেই টাকা নিয়ে পোস্ট অফিসে যোগাযোগ করলেই খুলে দেওয়া হবে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট।