সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু গুজরাটে, এই বিপুল প্রাণহানির কারণ ব্যখ্যা করলেন এনডিআরএফ প্রধান

Published : Nov 02, 2022, 01:20 PM IST
bridge accident morbi gujarat

সংক্ষিপ্ত

মোরবীতে বাড়তে থাকা এই মৃত্যুর ব্যখ্যা হিসেবে পারিপার্শিক অবস্থা-সহ একাধিক বিষয়কে দায়ী করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান। 

সেতুর দু'পাশে অগভীর জল,পাথুরে জমি, গুজরাট ব্রিজ বিপর্যয় কাণ্ডে শতাধিক মৃত্যুর ব্যখ্যা দিলেন এনডিআরএফ প্রধান। ছটপুজোর দিন রাতে মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ায় সলিল ঘটে প্রায় ১৪১ জনের। নিখোঁজ ছিল আরও অনেকে। মোরবীর সেতু দুর্ঘটনায় ক্রমেই বাড়তে থাকে মৃত্যু সংখ্যা। এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এবার মোরবীতে বাড়তে থাকা এই মৃত্যুর ব্যখ্যা হিসেবে পারিপার্শিক অবস্থা-সহ একাধিক বিষয়কে দায়ী করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান।

রবিবার ছট পুজোর দিন গুজরাটে মোরবী শহরে মাঝ নদীতে ভেঙে পড়ে একটি ঝুলন্ত সেতু। ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। এই বিপুল সংখ্যক প্রাণহানির কারণ হিসেবে এনডিআরএফ প্রধান ভিভিএন প্রসন্ন কুমার জানালেন, সেতুর দু'দিকে জলের গভীরতা মাত্র ১০ ফুট। জলের নীচে বিস্তর পাথুরে জমি। ব্রিজ ছিড়ে নদীতে পড়ার ফলে জলের তলায় শক্ত পাথুরে জমিতে কাজ আঘাত পান পুন্যার্থীরা। যার ফলে অধিকাংশ লোকই সাঁতরে পাড়ে আসার বা বাঁচার চেষ্টা করার কোনও সুযোগ ছিল না। পাথুরে জমিতে আঘাত পাওয়ার জেরে মৃত্যু হয় তাঁদের।

প্রসন্ন আরও জানান মাচ্ছু নদীর গভীরতা অত্যন্ত কম, বড়জোর ১০ ফুট। যার ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনী সহজেই নদীর তলদেশে পৌঁছতে পেরেছে। পাশাপাশি নদীতে স্রোতও বিশেষ না থাকায় মাঝ নদীতে যারা পড়েছে তাঁদের বয়ে যাওয়ারও কোনও সম্ভাবনা নেই। মূলত পাথরে আছড়ে পড়ার জেরে মৃত্যু হয়েছে এই বিপুল পরিমাণ মানুষের।

এনডিআরএফ প্রধান জানিয়েছেন জলের তলায় দৃশ্যমানতা কম থাকার জেরে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত খোঁজ মেলেনি ২-৩ জনের। তাঁদের খোঁজ চলছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ জন পর্যটক-সহ গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। ঘটনায় সলিল সমাধি কমপক্ষে ৯০ জনের। নিখোঁজ শতাধিক। ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। উল্লেখ্য,মেরামতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের মাত্র তিনদিনের মাথায়ই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ু - 

দিল্লিতে ইডির দফতরে সুকন্যা মণ্ডল, সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি জেরার সম্ভাবনা

সকাল থেকে বৃষ্টি নেই অ্যাডিলেডে, ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে কাটছে আশঙ্কার মেঘ

জাঁকিয়ে শীত পড়তে অপেক্ষা আরও কিছুদিন, নভেম্বরেই কি কনকনে ঠান্ডা রাজ্যে?

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের