সংক্ষিপ্ত
"দেব এখনও ছাতি ফুলিয়ে ঘোরে। বিদেশে গেলেও নিজের টাকা নিয়ে ঘোরে।" পরিষ্কার জবাব দেবের
ঘাটাল সফরের আগেই হিরণের নিশানায় ছিলেন তৃণমূল সাংসদ দেব। দু'জনেই অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন, এমনকি নিজেদের বন্ধু হিসেবেও দাবি করেন তাঁরা। তবু রাজনীতির ময়দানে দেবকে বিঁধতে ছাড়লেন না হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামূলের সঙ্গে যোগ থাকার অভিযোগ থেকে বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়া, কাদা ছোড়াছুড়িতে বাদ পড়ল না কোনও প্রসঙ্গই। কড়া জবাব দেবেরও।
মঙ্গলবার নাম না করেই তৃণমূলের তারকা সাংসদ দেবকে তীব্র কটাক্ষ খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, "সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।"
হিরণের মন্তব্যের জবাবে দেবের সোজা উত্তর, "আমাকে আক্রমণ করো, ঘরে ঢুকবে না।" এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ পরিষ্কার জানালেন, মলদ্বীপ যাইনি গ্রিসে গিয়েছিলাম, লুকিয়ে তো যাচ্ছি না।" পাশাপাশি দেবের সংযোজন, "সে নিজেও একটা মেয়ের বাবা। এতে তো শুধু আমাকে বা আমার বন্ধবীকে অপমান করা হয় না, প্রত্যেকটা মেয়েকে অপনান করা হয়। দেব এখনও ছাতি ফুলিয়ে ঘোরে। বিদেশে গেলেও নিজের টাকা নিয়ে ঘোরে।"
দেব হিরণ বাকবিতন্ডার জেরে দেবের ঘটাল সফরের আগে ঘাটাল জুড়ে পোস্টার পড়ে যায়,'হিরণের খোঁচা খেয়ে মলদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব।' গোটা ঘটনার পর দেবের সোজা উত্তর,"আমাকে ছোট করে কারও কোনও লাভ হবে না। বরং ঘাটালের উন্নতি করতে হবে, তবেই দলের লাভ, মানুষের লাভ।" পাশাপাশি তিনি মনে করিয়ে দেন ইনি প্রথম সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন। সেই প্রকল্পের অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন -
গুজরাটের পর এবার মৃত্যু মিছিল বিহারে, ছট পুজোয় ডুবে মৃত্যু ৫৩ জনের
কিভাবে C-295 সামরিক পরিবহন বিমান নিরাপত্তা ব্যবস্থার ভাগ্য পরিবর্তন করবে?
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের নতুন সেক্রেটারি হলেন গিরিধর আরমোনে