পেট্রোল-ডিজেলের দামে ওঠাপড়া, নাকি মূল্যবৃদ্ধির বাজারেও তেলের দরে লাগাম? দেখে নিন আজকের রেট

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়।

ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গও ২০১৭ সালের জুন মাস থেকে গতিশীলভাবে জ্বালানির দাম অনুসরণ করে। এই সিস্টেম অনুসারে, সমস্ত জ্বালানী স্টেশনে প্রত্যেকদিন সকাল ৬ টা থেকে নিয়মিতভাবে পেট্রোলের দাম পরিবর্তিত হয়ে থাকে। এই পদ্ধতিটি প্রধানত পেট্রোলকে অপরিশোধিত তেলের দাম এবং বিশ্ব বাজারে প্রচলিত বিনিময় হারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনুসরণ করা হয়। এর ফলে ভোক্তারা বাজার-নির্ধারিত জ্বালানি মূল্য পরিশোধ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপানের মতো উন্নত দেশের মতো বঙ্গেও এই ধরণের পেট্রোল মূল্য নির্ধারণের ব্যবস্থা প্রচলিত রয়েছে।

বুধবারেও পেট্রোলের দর মোটামুটি অপরিবর্তিত রয়েছে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে মূল্য সংযোজন কর অনেক বেশি, যার ফলে পেট্রোল এবং ডিজেলের দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে বেশি থাকে।

Latest Videos

মুম্বইতে বুধবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকমের রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। এই দরেও গত সপ্তাহের চেয়ে কোনও পরিবর্তন হয়নি। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণে চেন্নাই শহরে প্রতি লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৯৫ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে বুধবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়। সেখানে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৫২ টাকা। এছাড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কোচবিহারের মতো জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় সামান্য বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরের তুলনায় বেশির দিকেই রয়েছে। জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১০৭৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১০৫২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১০৫৩ টাকা করে।

আরও পড়ুন-
কোনও ষড়যন্ত্রেই বিজেপিকে দমানো যাবে না: বিবিসি তথ্যচিত্র এবং হিন্ডেনবার্গ রিপোর্টকে একযোগে আক্রমণ অমিত শাহের

 

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari