Narendra Modi: 'বেশরম, কামিনা', মোদী সম্পর্কে মন্তব্য পাক উপস্থাপকের, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

পাকিস্তান ও চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নতুন কিছু নয়। কিন্তু টেলিভিশনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে গালিগালাজের ঘটনায় অনেকেই ক্ষুব্ধ।

Soumya Gangully | Published : Jun 7, 2024 10:59 AM IST / Updated: Jun 07 2024, 05:36 PM IST

এবারের লোকসভা নির্বাচন চলাকালীন বিজেপি ও নরেন্দ্র মোদীকে বারবার আক্রমণ করেন পাকিস্তানের রাজনীতিবিদ ফাওয়াদ চৌধুরী। ফল প্রকাশের পর টেলিভিশন শোয়ে মোদীকে গালিগালাজ করলেন উপস্থাপক ফিজা খান। তিনি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বাছাই করা শব্দ ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পাকিস্তানের সংবাদ উপস্থাপকের ভারতের প্রধানমন্ত্রীকে গালিগালাজ অনেকেই মেনে নিতে নারাজ। ফিজার মন্তব্যের নিন্দা করছেন অনেকে। তাঁরা ফিজাকে মনে করিয়ে দিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও মোদীর পরাজয় হয়নি। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদীই। অনেকে আবার পাকিস্তানি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাকিস্তানি উপস্থাপকের তীব্র মোদী-বিদ্বেষ

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফিজা বলেন, ‘ভারতীয় ভোটাররা এই নির্লজ্জ, বেশরম, কামিনাকে ওর জায়গা দেখিয়ে দিয়েছে। ভারতের অত্যারাচারিত সংখ্যালঘুরা, বিশেষ করে গুজরাটের মুসলিমরা মোদীর তৃতীয়বার ভারত শাসনের স্বপ্ন চূর্ণ করে দিয়েছেন।’ পাল্টা সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘উনি যাচ্ছেন না। উনি তৃতীয়বার ফিরে আসছেন। আপনি স্বাগত না জানালেও উনি ফিরছেন।’ অন্য একজন পাকিস্তানি উপস্থাপককে আক্রমণ করে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে পাকিস্তানি অ্যাঙ্কর কী ধরনের শব্দ ব্যবহার করছেন মনে রাখতে হবে। এরপর ওরা এই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনার কথা বলবে। পাকিস্তানিদের কখনও শোধরানো যাবে না।’ অন্য একজন লিখেছেন, 'ভারত থেকে পাকিস্তানে নদীর জল দেওয়া বন্ধ করে দেওয়া হোক।' অপর একজন লিখেছেন, ‘রাস্তা থেকে লোকজনকে তুলে নিয়ে গিয়ে সাংবাদিক বানিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের লোকজনের কি প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার অধিকার আছে? সংস্কৃতি, নম্রতা বলে কি কিছু নেই? পাকিস্তানের সবাই কি এরকম?’

 

 

রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

পাকিস্তানের বেশিরভাগ লোকেরই পছন্দ না হলেও, এবারের লোকসভা নির্বাচনের ফল ফের এনডিএ-র পক্ষে গিয়েছে। রবিবার ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন মোদী

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সীমান্তে মুখ পুড়িয়েও লজ্জা নেই! এবার ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিষ উগরাতে শুরু করল পাকিস্তান

পুলওয়ামায় পাকিস্তানের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন, রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ সেই ফাওয়াদ চৌধুরী

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের? সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

BJP Live : সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কী অভিযোগ করছেন, দেখুন সরাসরি
Mamata Banerjee | আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মমতা, দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী
Daily Horoscope Live: ১৬ জুন রবিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Suvendu Adhikari : 'আমি যা ধরি শেষ করেই ছাড়ি, ভেবেছিল পালিয়ে যাব' শুভেন্দুর কড়া হুঁশিয়ারি!
Suvendu Adhikari : 'শুধু বাংলায় ৩ বার হল, কোন রাজ্যে হয় না!' বিস্ফোরক শুভেন্দু