Rameshwaram Cafe Blast: রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বিজেপি কর্মী

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা দেখা গিয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে বিজেপি।

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে এক বিজেপি কর্মীকে আটক করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই বিজেপি কর্মীর নাম সাই প্রসাদ। তাঁর সঙ্গে এই বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত দুই ব্যক্তির যোগ ছিল বলে সন্দেহ এনআইএ-র। গত সপ্তাহে শিবমোগায় তল্লাশি চালায় এনআই। একটি মোবাইল স্টোর এবং দুই সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। মোবাইল স্টোরের দুই কর্মীকে জেরা করা হয়। তারাই এই ঘটনায় বিজেপি কর্মী সাই প্রসাদের যুক্ত থাকার কথা জানায়। এরপরেই এই বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপি কর্মীকে জেরা করে পাওয়া যাবে সূত্র?

Latest Videos

শিবমোগা জেলার তীর্থথালি অঞ্জলের বাসিন্দা আটক হওয়া বিজেপি কর্মী সাই প্রসাদ। তাঁকে জেরা করে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার সূত্র পেতে চাইছে এনআইএ। শিবমোগা জেলারই একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ এনআইএ-র। সেই কারণেই সন্দেহভাজন ব্যক্তিদের জেরা করে ঘটনার মূলে পৌঁছতে চাইছে এনআইএ। সাই প্রসাদ জেরায় সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মূল সন্দেহভাজনের সঙ্গে পুলিশের যোগাযোগ!

এনআইএ তদন্তে জানা গিয়েছে, রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফের মাকে বাড়ি ভাড়া পেতে সাহায্য করেন এওক পুলিশ ইন্সপেক্টর। কলসে থাকত মুজাম্মিল ও তার মা। সেখান থেকে তারা চিক্কামাগালুরুতে যায়। সেখানে তারা বাড়ি ভাড়া পেয়ে যায়। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে মূল অভিযুক্তর সঙ্গে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কী যোগ, সেটা খতিয়ে দেখছেন এনআইএ আধিকারিকরা। এই ঘটনার সঙ্গে তামিলনাড়ুর আইএসআইএস জঙ্গিরা যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। ফলে এই ঘটনা অত্যন্ত গুরুতর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণেকাণ্ডে গ্রেফতার আরও ১, তিন রাজ্যে একযোগে তল্লাশি NIA-এর

বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ: বড় সাফল্য পেল NIA, আটক সন্দেহভাজন

বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ: নতুন সিসিটিভি ফুটেজে বিএমটিসি বাসে সন্দেহভাজন ব্যক্তির হদিশ

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর